ইতিহাসে আজকের দিনে ১৯ মে

আজ ১৯ মে। আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা ইতিহাসের পাঠক হিসাবে আপনি জানতে পারবো যে, আজকের দিনটির কতটা গুরুত্ব রয়েছে !

ইতিহাসে আজকের দিনে ১৯ মে

ঐতিহাসিক ঘটনাবলী

👉 ১৫২১ খ্রিস্টাব্দেই বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড দখল করে নিয়েছিল ওসমানিয়া সাম্রাজ্যের সেনাবাহিনী এবং এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

 ‌👉 ১৫৩৬ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা অস্টম হেনরীর দ্বিতীয় স্ত্রী এ্যানি বোলিয়েনের আজকের দিনেই মর্মান্তিকভাবে শিরশ্ছেদ করেছিলেন এবং অভিযোগ ছিল যে, তিনি অর্থাৎ এ্যানি বোলিয়েন পুত্র সন্তান জন্মদান করতে ব্যর্থ ছিল।

👉 ১৫৬৮ খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের রাণী মেরীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথ এবং এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিলো আজকের দিনেই।

👉 ১৬৩৫ খ্রিস্টাব্দে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং এই ঘটনাটি ঘটেছিল আজকের দিনে। 

👉 ১৬৪৯ খ্রিস্টাব্দে পার্লামেন্ট সদস্যদের হাতে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পার্লামেন্টের সদস্যদের দ্বারা এবং এরপরেই ইংল্যান্ডকে প্রজাতন্ত্র দেশ হিসেবে ঘোষণা করা হয়। এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল আজকে দিনেই।

👉 ১৮৯৭ খ্রিস্টাব্দেই ইংরেজ কবি অস্কার ওয়াইল্ডের কারামুক্তি হয়েছিলেন এবং এই ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

👉 ১৯৯৭ খ্রিস্টাব্দে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এক ভয়ানক ঘূর্ণিঝড়ের ফলে মর্মান্তিকভাবে শতাধিক প্রাণহানি ঘটেছিল এবং এই ঘূর্ণিঝড়ের ফলে জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সমস্ত ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

👉আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পোস্টটি শেয়ার করে অন্যান্যদেরকে জানতে অবশ্যই সাহায্য করুন 🙏

................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐