ইতিহাসে আজকের দিনে ১৮ মে

আজ ১৮ মে। আজকের দিনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা ইতিহাসের পাঠক হিসাবে আপনি জানতে পারবো যে, আজকের দিনটির কতটা গুরুত্ব রয়েছে !

ইতিহাসে আজকের দিনে ১৮ মে


ঐতিহাসিক ঘটনাবলী

👉 ১৭৯৮ খ্রিস্টাব্দে আজকের দিনেই কলকাতায় গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়ে আসেন লর্ড ওয়েলেসলি

👉 ১৮০৪ খ্রিস্টাব্দে ফ্রান্সের সংসদ সিনেটে আজকের দিনেই এক আইন পাশ করা হয় এবং এই আইনের মাধ্যমেই নেপোলিয়ান বেনাপার্ট সেই দেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ হয়েছিলেন।

👉 ১৮৩০ খ্রিস্টাব্দে আলজেরিয়াকে দখল করেছিল ফ্রান্স এবং সেখানে ফ্রান্স ব্যাপকভাবে সামরিক অভিযান শুরু করেছিল। এই সমস্ত ঘটনাবলি ঘটেছিল আজকের দিনেই।

👉 ১৮৬০ খ্রিস্টাব্দে আজকের দিনেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আব্রাহাম লিংকন।

👉 ১৮৯৯ খ্রিস্টাব্দে ২৬টি দেশ আজকের দিনেই হেগেতে এক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ গ্রহণ করেছিল এবং সেখানেই এক আন্তর্জাতিক সালিশি আদালতে বিবাদ মীমাংসায় সম্মত পোষন করেছিল অংশগ্রহণকারী 26 টি দেশ।

 👉 ১৯৪৩ খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন এজেন্সি আজকের দিনেই প্রতিষ্টিত হয়েছিল এবং এজেন্সি পরবর্তীকালে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

👉 ১৯৪৫ খ্রিস্টাব্দে ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছিল এবং এই ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

👉 ১৯৫১ খ্রিস্টাব্দে নিউইয়র্ক এ জাতিসংঘের সদর দপ্তর স্থানান্তর করা হয়েছিল এবং এই ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই।

👉 ১৯৭৬ খ্রিস্টাব্দে ভারত প্রথমবার পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল এবং এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই। এই ঘটনার পর থেকেই ভারত এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছিল।

👉 ১৯৮০ খ্রিস্টাব্দে চীন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সকল পরীক্ষা সফলতা সঙ্গে সম্পূর্ণ করেন এবং এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল আজকের দিনেই‌।


👉আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পোস্টটি শেয়ার করে অন্যান্যদেরকে জানতে অবশ্যই সাহায্য করুন 🙏

................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐