গৌতম বুদ্ধ জীবনী

গৌতম বুদ্ধ জীবনী
গৌতম বুদ্ধ

গৌতম বুদ্ধ 

👉আসল নাম: সিদ্ধার্থ

👉জন্ম: ৫৬৩ খ্রি:পূ:, লুম্বিনী,

👉মৃত্যু: ৪৮৩ খ্রি:পূ:, কুশিনগর 

👉উপাধি: এশিয়ার আলো, শাক্যমুনি 

👉পিতা: শুদ্ধধন, 

👉মাতা: মহামায়া

👉স্ত্রী: যশোধারা, 

👉পুত্র: রাহুল 

👉গুরু: আলারা কলামা পালিত মাতা 

👉শিষ্যা: মাসী গৌতিমি


👉ঘটনাবলী

  • তাঁর জীবনের সমস্ত গুরুত্বপূর্ন ঘটনা পূর্ণিমার দিনে ঘটে, যেমন- জন্ম, গৃহত্যাগ, বোধি লাভ।
  • তিনি ২৯ বছর বয়সে গৃহত্যাগ করেন, যা মহাভিনিষ্ক্রমনা নামে পরিচিত।
  • তিনি ৩৫ বছর বয়সে বোধ গয়া তে, নিরঞ্জনা নদীর তীরে বৌধি গাছের নীচে বোধি/ নির্বাণ লাভ করেন৷
  • তিনি হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার ও অজাতশত্রুর সমসাময়িক ছিলেন।
  • তিনি প্রথম উত্তরপ্রদেশের সারনাথে ধর্মপ্রচার করেন৷ যা ধর্মচক্রপ্রতিস্থাপনা নামে পরিচিত।
  • তিনি ৮০ বছর বয়সে কুশিনগরে মারা যান, যা মহাপরিনির্বাণ নামে।
  • তাঁর চিহ্ন ছিল - পদ্ম।
  • কণিষ্ক এনার পৃষ্টপোষকতায় গান্ধার শিল্প স্কুল প্রথম বুদ্ধ মূর্তি তৈরি করে৷

👉বৌদ্ধ সম্মেলন

  • প্রথম বৌদ্ধ সম্মেলন: ৪৮৩ খ্রি:পূ:, অজাতশত্রুর সময়, রাজগৃহ।
  • দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন: ৩৮৩ খ্রি:পূ:, কলাশকের সময়, পাটলিপুত্র।
  • তৃতীয় বৌদ্ধ সম্মেলন: ২৫০ খ্রি:পূ:, অশোকের সময়, পাটলিপুত্র।
  • চতুর্থ বৌদ্ধ সম্মেলন: ৭২ খ্রিস্টাব্দে, কনিষ্কের সময়, কাশ্মীর

তথ্যসূত্র

  1. সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস"
  2. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".

সম্পর্কিত বিষয়

  1. নালন্দা বিশ্ববিদ্যালয় টীকা (আরো পড়ুন)
  2. বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)
  3. প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য  (আরো পড়ুন)

লেখক পরিচিতি

হর্ষবর্ধন কে সকলোত্তরপথনাথ বলা হয় কেন
নাম- সুমন মোহন্ত
কলেজের নাম- নেতাজি মহাবিদ্যালয়
(২ সেমিস্টার, ইতিহাস অনার্স)
ঠিকানা- আরামবাগ, মায়াপুর,
পিন কোড- ৭১২৪১৩

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐