আজ ১৭ মে। আজকের দিনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা ইতিহাসের পাঠক হিসাবে আপনি জানতে পারবো যে, আজকের দিনটির কতটা মূল্য আছে !
📝ঐতিহাসিক ঘটনাবলী
👉 ১৫৪০ খ্রিস্টাব্দে আজকের দিনেই কনৌজের যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেছিলেন।
👉 ১৭৭৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই আরারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে দুই পক্ষ ছিল ব্রিটিশ এবং মারাঠা বাহিনী।
👉 ১৮৮১ খ্রিস্টাব্দে নিউ টেস্টামেন্ট(New Testament) গ্রন্থের এক নতুন এবং পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয়েছিল আজকের দিনেই।
👉 ১৯০০ খ্রিস্টাব্দে দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব অজ বইটি প্রকাশিত হয় আজকের দিনেই এবং এই কিশোর কাল্পনিক উপন্যাসটির লেখক ছিলেন এল ফ্রাঙ্ক বম।
👉 ১৯২০ খ্রিস্টাব্দেই KLM নামক প্রথম যাত্রীবাহী বিমানটি আজকের দিনেই আকাশপথে চলাচল শুরু করেছিল।
👉আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পোস্টটি শেয়ার করে অন্যান্যদেরকে জানতে অবশ্যই সাহায্য করুন 🙏
.................