ইতিহাসের ধারণা - পর্ব ২

👉 নিম্নবর্গের ইতিহাস চর্চা করে কারা বিখ্যাত হয়েছেন❓

উঃ- রনজিৎ গুহ, জর্জ রুদে, শাহিদ আমিন, গৌতম ভদ্র প্রমুখ। 


👉 দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয়❓

উঃ- ১৯২৮ খ্রিঃ।


👉সাম্রাজ্যবাদী ইতিহাসচর্চার কয় একজন ঐতিহাসিকের নাম লেখ❓

উঃ- জেমস মিল ,উইলিয়ম হান্টার।


👉 ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে কে অভিহিত করেছেন?

উঃ- জি এম ট্রেভেলিয়ান।


👉 ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৮৯৩ খ্রিঃ।

ইতিহাসের ধারণা


👉 ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি মুখপত্রের নাম কি❓

উঃ- ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস।


👉 পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি❓

উঃ- মানাকালা।


👉 পাঞ্জাবে উটচালকদের গানকে কি বলা হত❓

উঃ -টপ্পা।


👉‘আমিষ ও নিরামিষ আহার' বইটি কে লিখেছিলেন❓

উঃ-  প্রজ্ঞাসুন্দরী দেবী।


👉 কার গান হিন্দু - মুসলিম ঐক্যের প্রতীক ছিল?

উঃ- লালন ফকিরের গান।


লেখক পরিচিতি

সুমন মোহন্ত
নাম- সুমন মোহন্ত
কলেজের নাম- নেতাজি মহাবিদ্যালয়
(২ সেমিস্টার, ইতিহাস অনার্স)
ঠিকানা- আরামবাগ, মায়াপুর,
পিন কোড- ৭১২৪১৩

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐