👉 হীরালাল সেন কবে থেকে ভারতে সিনেমা দেখানো শুরু ৪ করেন❓
উঃ -১৮৯৮ খ্রিস্টাব্দ থেকে।
👉 হীরালাল সেনের নিজস্ব সিনেমা কোম্পানিটির নাম কী❓
উঃ- রয়্যাল বায়োস্কোপ কোম্পানি।
👉 প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কী❓
উঃ -বিল্বমঙ্গল।
৪)প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কী❓
উঃ- জামাইষষ্ঠী (১৯৩১ খ্রি.)।
👉 সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি❓
উঃ- পথের পাঁচালী।
👉 'পথের পাঁচালী' ছবির পরিচালক কে❓
উঃ -সত্যজিৎ রায়।
👉 ‘পথের পাঁচালী’ কত খ্রিস্টাব্দে মুক্তিলাভ করে❓
উঃ -১৯৫৫ খ্রিস্টাব্দে।
👉 আমেরিকার বিখ্যাত আকাদেমি পুরস্কারে সম্মানিত বাঙালি চলচ্চিত্রকার এর নাম লেখ❓
উঃ-সত্যজিৎ রায়।
👉 'একেই বলে শুটিং’ – কার লেখা❓
উঃ- সত্যজিৎ রায়ের।
👉আধুনিক বাংলা চলচ্চিত্রের কয়েকজন বিখ্যাত পরিচালকের নাম লেখো -
উঃ- সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন কুমার সিনহা, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ প্রমুখ।
👉 ‘ফর হুম দ্য বেল টেলস' চলচ্চিত্রের বিষয়বস্তু কী❓
উঃ -স্পেনের গৃহযুদ্ধ।
👉 ‘এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা কে❓
উঃ -বালদুন ধিংরা।
👉কত খ্রিস্টাব্দে কোথায় 'দি অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস’ প্রতিষ্ঠিত হয়❓
উঃ -১৯৯১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে।
👉 রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে ছিলেন
উঃ -এডউইন লুটিয়েন।
👉 লা-কোরবুজিয়ার কে ছিলেন❓
উঃ -ফরাসি স্থপতি।
লেখক পরিচিতি
নাম- সুমন মোহন্ত কলেজের নাম- নেতাজি মহাবিদ্যালয় (২ সেমিস্টার, ইতিহাস অনার্স) ঠিকানা- আরামবাগ, মায়াপুর, পিন কোড- ৭১২৪১৩ |
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।