👉 কৃষক প্রজা পার্টি কে গঠন করেন❓
উঃ- ফজলুল হক।
👉 কাই- জার- হিন্দ উপাধিতে কে ভূষিত হন❓
উঃ- মহাত্মা গান্ধি।
👉 কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়❓
উঃ- প্রমথ নাথ মিত্র কে।
👉 কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়❓
উঃ- বাসুদেব বলবন্ত ফাদকে।
👉 কাকে ভারতের বিস্মার্ক বলা হয়❓
উঃ- সর্দার বল্লভভাই প্যাটেল।
বল্লভভাই প্যাটেল |
👉 কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়❓
উঃ- মাদাম কামা।
👉 কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়❓
উঃ- বি. আর. আম্বেদকর।
👉 কাকে ভারতের জাতির জনক বলা হয়❓
উঃ- মহাত্মা গান্ধি।
👉 কাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়❓
উঃ- দাদাভাই নৌরজী।
👉 কাকে রাস্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়❓
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
👉 কার আমলে জার্মানিতে শিল্পবিপ্লব ঘটে❓
উঃ- ফ্রেডারিখ তৃতীয়।
👉কার উদ্যোগে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়❓
উঃ- মানবেন্দ্রনাথ রায়।
👉কার জন্মদিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয়❓
উঃ- মহাত্মা গান্ধি।
লেখক পরিচিতি
নাম- সুমন মোহন্ত কলেজের নাম- নেতাজি মহাবিদ্যালয় (২ সেমিস্টার, ইতিহাস অনার্স) ঠিকানা- আরামবাগ, মায়াপুর, পিন কোড- ৭১২৪১৩ |
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।