মীর জাফর যখন বাংলার নবাব হলেন, তখন বাংলার অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল। সৈন্যদের নিয়মিতভাবে মাইনে দিতে পারতেন না, তাই তাদের বিক্ষোভ পুঞ্জীভূত হয়ে উঠেছিল।
মীরজাফরের আমলে বাংলায় তিনটি বিদ্রোহ দেখা গিয়েছিল, যথা-
- মেদিনীপুরের জমিদার রাজারাম সিংহ এর বিদ্রোহ।
- পূর্ণিয়াতে হজরৎ আলিশাহ ও অচল সিংহের বিদ্রোহ।
- পাটনায় রামনারায়ণের বিদ্রোহ।
মীরজাফর প্রথম দুটি বিদ্রোহ ইংরেজদের সাহায্যে দমন করেছিলেন, কিন্তু পাটনার রামনারায়ণ ক্লাইভের সঙ্গে একটি গোপন সম্পর্ক গড়ে তুলেছিলেন। ক্লাইভ মীরজাফরের হাত থেকে রামনারায়ণকে নিরাপদ রাখার আশ্বাস দেন।
মীরজাফর জানতেন যে, তাঁর বিরুদ্ধে বিদ্রোহের সংগঠিত করার পেছনে রায়দুর্লভ এর হাত আছে। রায়দুর্লভ সঙ্গে ক্লাইভের একটি গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। মীরজাফর ইংরেজদের উপর এতোটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে, ক্লাইভের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাঁর পক্ষে রামনারায়ণ অথবা রায়দুর্লভ কাউকেই দমন করা সম্ভব ছিল না।
রামনারায়ণকে নিরাপত্তার আশ্বাস দেওয়ার বিনিময়ে ইংরেজ কোম্পানি উত্তর বিহারের সোরা ব্যবসায় একচেটিয়া আধিপত্য লাভ করেছিল। স্ক্যফটনের লেখা মাধ্যমে আমরা জানতে পারি যে, "মিরজাফর কখনোই ইংরেজবিরোধী না হয়ে ওঠেন সেদিকে নজর রাখার জন্য ক্লাইভ মীরজাফরের দরবারে একটি মীরজাফর বিরোধী গোষ্ঠীর সক্রিয় করেছিলেন"।
কিছু প্রশ্ন ও উত্তর
👉 মীর জাফরের মৃত্যু কিভাবে হয়েছিল❓
উঃ- তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মারা গিয়েছিলেন।
👉 মীর জাফর নামের অর্থ কি❓
উঃ- সৎ শাসক বা কৃতিত্ব ব্যক্তিত্ব বা ন্যায়পরায়ণ রাজা।
👉 সৎ শাসক বা কৃতিত্ব ব্যক্তিত্ব বা ন্যায়পরায়ণ রাজা❓
উঃ- মীরজাফর নবাব সিরাজউদ্দৌলার একজন মন্ত্রী ও প্রধান সেনাপতি ছিলেন।
👉 মীর জাফর এর জন্মস্থান কোথায়❓
উঃ- কুমিল্লা, বাংলাদেশ।
👉 মীর জাফরের কবর কোথায়❓
উঃ- জাফরগঞ্জ সমাধিক্ষেত্র, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
সম্পর্কিত বিষয়
- ১৮৫৮ সালের ভারত শাসন আইন (আরো পড়ুন)
- সম্পদের বহির্গমন তত্ত্ব এবং এটি কিভাবে বাংলার অর্থনীতিকে প্রভাবিত করেছিল (আরো পড়ুন)
- ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি (আরো পড়ুন)
- গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।