পুরনো প্রস্তর যুগের মানুষ কালক্রমে নতুন প্রস্তর যুগের পদার্পণ করে। এই যুগের মানুষেরা পশু পালন ও কৃষিকাজ জানতো। তারা ঘষে-মেজে যে অস্ত্র তৈরি করে তা দেখেই পুরনো প্রস্তর যুগের অস্ত্রশস্ত্রের সঙ্গে পার্থক্য বোঝা যায়।
👉 হাতিয়ার এর পরিবর্তন
নব্য প্রস্তর যুগের মানুষের তির-ধনুক তৈরি করতে শিখে, এটাই বোধহয় মানুষের প্রথম যন্ত্র আবিষ্কার। এছাড়া পাথরের ছিদ্র করা, মসৃণ করা, ও পালিশ করার কলা-কৌশল তারা শিখে।
👉 জীবিকা
এই যুগের মানুষ পশুদের পোষ মানাতে শুরু করে এবং তারা গৃহপালিত পশুদের কাজে লাগাতে থাকে। অনুমান করা হয় যে, সর্বপ্রথম তারা কুকুরকে পোষ মানিয়ে ছিল। তারপর গরু, মেষ, ভেড়া, ছাগল ইত্যাদি পুষতে থাকে।
👉 খাদ্য শস্য
এই যুগে মানুষ খাদ্য সংগ্রহ ব্যবস্থার অঙ্গ হিসেবে চাষাবাদ শুরু করে। তারা বিভিন্ন বনফল ও শস্য সংগ্রহ করতে দেখে যে শস্য দানা মাটিতে পড়ার পর অঙ্কুরিত হয়- তা দেখে তারা নিজেই শস্য রোপণ করতে শেখে, এইভাবে যব, ধান ও গম প্রথমে চাষ হয়।
👉 চাকার ব্যবহার
নব্য প্রস্তর যুগের অন্যতম প্রধান আবিষ্কার হল চাকার আবিষ্কার। এই আবিষ্কার তৎকালীন মানুষের জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসে। প্রথমদিকে মাটির বাসনপত্র তৈরির জন্যই চাকার ব্যবহৃত হয়। পরে গাড়ি, রথ, সুতোকাটা প্রভৃতি বিভিন্ন কাজে ব্যবহৃত হতে থাকে।
👉 যাতায়াত ব্যবস্থা
যাতায়াতের ব্যাপারে বিভিন্ন পশুকে নব্য প্রস্তর যুগের মানুষ ব্যবহার করতো। জিনিসপত্র আনা-নেওয়ার কাজেও পশুর সাহায্যে চলত।
👉 সামাজিক অব্যবস্থা
নব্য প্রস্তর যুগে পিতৃতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আবার পুরনো প্রস্তর যুগ ছিল মাতৃতান্ত্রিক। এই যুগের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো- সমাজের ব্যক্তিগত সম্পত্তির প্রচলন। প্রথমে ব্যক্তিগত সম্পত্তি ছিল গবাদিপশু, পরে জমি হয়ে উঠে হয়ে উঠেছিল ব্যক্তিগত সম্পত্তির প্রধান রূপ।
🌐 আপনি সম্পূর্ণ পোষ্টটি click here বোটামে ক্লিক PDF ডাউনলোড করতে পারেন- Click here.
তথ্যসূত্র
- সুনীল চট্টোপাধ্যায় "প্রাচীন ভারতের ইতিহাস" (প্রথম খন্ড)।
- Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India".
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
সম্পর্কিত বিষয়
- ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ভাবনা (আরো পড়ুন)।
- বৈদিক এবং ঋক বৈদিক যুগে প্রশাসনিক ব্যবস্থা (আরো পড়ুন)।
- প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (আরো পড়ুন)।
👉সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন🙏🙇♂️।
.......................................