১২ মে ইতিহাসের এই দিনে

আজ ১২ মে। আজকের দিনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা ইতিহাসের পাঠক হিসাবে জানতে পারবো যে আজকের দিনটির কতটা মূল্য আছে !

১২ মে ইতিহাসের এই দিনে


ঐতিহাসিক ঘটনাবলী

  1. ১৬৬৬ খ্রিস্টাব্দে আজকের দিনেই মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্যই শিবাজি আগ্রায় এসেছিলেন।
  2. ১৮৭৭ খ্রিস্টাব্দে আজকের দিনেই ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়েছিল।
  3. ১৯১৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু বৃটিশের শ্যেন চক্ষু ফাঁকি দিয়ে কলকাতার খিদিরপুর বন্দর হতে জাপানি জাহাজ "সানুকি-মারু" সহযোগে তিনি ভারতবর্ষ ত্যাগ করেছিলেন।
  4. ১৯৪১ খ্রিস্টাব্দে আজকের দিনেই এডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুইটি বোমারু বিমান প্রেরণ করেছিলেন।
  5. ১৯৪৯ খ্রিস্টাব্দে আজকের দিনেই পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটেছিলো।
  6. ১৯৫৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল।
  7. ১৯৬৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই বাংলাদেশে ঘূর্ণিঝড়ে মর্মান্তিকভাবে ১৭ হাজার লোকের প্রাণহানি ঘটেছিল।
  8. ১৯৭২ খ্রিস্টাব্দে আজকের দিনেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল স্পেন ও দক্ষিণ কোরিয়া।
  9. ১৯৯৪ খ্রিস্টাব্দে আজকের দিনেই আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বিরতি হয়েছিল।
  10. ২০১৮ সালে আজকের দিনেই বাংলাদেশ সময় রাত ২:১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়েছিল।
👉আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পোস্টটি শেয়ার করে অন্যান্যদেরকে জানতে অবশ্যই সাহায্য করুন 🙏

.................

নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐