১৩ মে ইতিহাসের এই দিনে

আজ ১৩ মে। আজকের দিনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা ইতিহাসের পাঠক হিসাবে জানতে পারবো যে আজকের দিনটির কতটা মূল্য আছে !

১৩ মে ইতিহাসের এই দিনে
লাল কেল্লা


ঐতিহাসিক ঘটনাবলী

  1. ১৬০৭ খ্রিস্টাব্দে আজকের দিনেই ভার্জিনিয়ার জেমস টাউনে আমেরিকান ভূখণ্ডে ইংরেজদের প্রথম স্থায়ী বসতি স্থাপন হয়েছিল।
  2. ১৬৩৮ খ্রিস্টাব্দে আজকের দিনেই সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল।
  3. ১৮০৪ খ্রিস্টাব্দে আজকের দিনেই আমেরিকা আক্রমণ থেকে দিরানা শহর পুনরুদ্ধার করার জন্য ত্রিপোলি থেকে ইউসুফ কেরামানলি সৈন্য পাঠানো হয়েছিল।
  4. ১৮৩০ খ্রিস্টাব্দে আজকের দিনেই স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে ইকুয়েডরের প্রতিষ্ঠা লাভ করেছিলো।
  5. ১৮৬১ খ্রিস্টাব্দে আজকের দিনেই পাকিস্তানে (তখন ব্রিটিশ ভারতের অংশ ছিল) প্রথম রেলপথের উদ্বোধন হয়েছিল।
  6. ১৯৬৮ খ্রিস্টাব্দে আজকের দিনেই প্যারিসে ভিয়েতনাম শান্তির আলোচনা শুরু হয়েছিল।
  7. ১৮০৯ খ্রিস্টাব্দে আজকের দিনেই অস্ট্রিয়ার সেনাদলকে পরাভূত করে নেপোলিয়ানের ভিয়েনা দখল করেছিল।
  8. ১৮৪৬ খ্রিস্টাব্দে আজকের দিনেই যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল।
  9. ১৯৬২ খ্রিস্টাব্দে আজকের দিনেই ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিল।
  10. ১৯৬৭ খ্রিস্টাব্দে আজকের দিনেই ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিল নেন ড. জাকির হোসেন
  11. ১৯৬৯ খ্রিস্টাব্দে আজকের দিনেই মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গায় মর্মান্তিকভাবে শতাধিক নিহত হয়েছিল।
  12. ১৯৯১ খ্রিস্টাব্দে আজকের দিনেই নেপালে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
  13. ১৯৯৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশদ্ভূত এলিসন অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয় লাভ করেছিলেন।
  14. ২০০০ সালে ভারতের লারা দত্ত বিশ্বসুন্দরীর শিরোপা লাভ করেছিলেন আজকের দিনেই।
👉 আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পোস্টটি শেয়ার করে অন্যান্যদেরকে জানতে অবশ্যই সাহায্য করুন 🙏

.................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐