১৫ মে ইতিহাসের এই দিনে

আজ ১৫ মে। আজকের দিনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা ইতিহাসের পাঠক হিসাবে জানতে পারবো যে আজকের দিনটির কতটা মূল্য আছে !

১৫ মে ইতিহাসের এই দিনে


ঐতিহাসিক ঘটনাবলী

  1. ১০০৪ খ্রিস্টাব্দে আজকের দিনেই দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন।
  2. ১৬২৫ খ্রিস্টাব্দে আজকের দিনেই অস্ট্রিয়ায় মর্মান্তিকভাবে ১৬ জনের বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়েছিল।
  3. ১৭৭৬ খ্রিস্টাব্দে আজকের দিনেই সর্ব প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়।
  4. ১৮১৮ খ্রিস্টাব্দে আজকের দিনেই বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল।
  5. ১৯৫১ খ্রিস্টাব্দে আজকের দিনেই দৈনিক সংবাদ - এর আত্মপ্রকাশ হয়েছিল।
  6. ১৯৫৪ খ্রিস্টাব্দে আজকের দিনেই আদমজি মিলে বাঙালি-অবাঙালি মধ্যে মর্মান্তিক দাঙ্গা হয়েছিল, যা সরকারি হিসাব অনুযায়ী নিহত হয়েছিল ৪০০ জন এবং বেসরকারি মতে ৬০০ জন।
  7. ১৯৬০ খ্রিস্টাব্দে আজকের দিনেই কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন লাভ করেছিল।
  8. ১৯৭২ খ্রিস্টাব্দে আজকের দিনেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ব্রাজিল।
  9. ১৯৮৮ খ্রিস্টাব্দে আজকের দিনেই আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু হয়েছিল।
👉আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পোস্টটি শেয়ার করে অন্যান্যদেরকে জানতে অবশ্যই সাহায্য করুন 🙏

.................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐