গ্রিকদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল একটি গুপ্ত সমিতি, যার নাম ফিলিকে হেটেরিয়া বা হিতারিয়া ফিলকে বা হেটাইরিয়া ফিলিকে। এই সমিতির মাধ্যমে নবজাগরনের আদর্শ এবং ভাবাদর্শ প্রসারিত হয়।
এছাড়া এর দ্বারা গ্রিক জনগণ ক্রমশ সংঘবদ্ধ হয়েছিল।১৮১৪-১৮২০ সালের মধ্যে গ্রিসের সর্বত্র এর শাখা গড়ে ওঠে।
এরা রাশিয়ার জার আলেকজান্ডারের সঙ্গে এক সুসম্পর্ক বজায় রেখে চলেছিল। তাছাড়া হেটেরিয়া ফিলিকার মাধ্যমে পরবর্তীকালে গ্রিকদেশ স্বাধীনতা আন্দোলনের এক গোপন প্রস্তুতি চালাতে শুরু করে।
.......................