বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের সংঘাতের মূল কারণ কি ছিল

দিল্লির সুলতানি সাম্রাজ্যের ধ্বংস স্তুপ এর উপর দক্ষিণ ভারতের বাহমনী ও বিজয়নগর রাজ্যের উদ্ভব ঘটে, যথাক্রমে ১৩৪৭ ও ১৩৩৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে এই দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে সংঘাত শুরু হয় এবং দীর্ঘকাল ব্যাপী স্বশন্ত্র সংগ্রাম চলতে থাকে। এই দুই রাজ্যের মধ্যে সংঘর্ষের কারণ নির্ণয় করতে গিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কোনো কোনো ঐতিহাসিক প্রতিবেশী দুই রাজ্যের লড়াইকে ধর্মীয় লড়াই বলে অভিহিত করেছেন, তবে এই নিয়ে বিতর্ক ও মতবিরোধ রয়েছে।

বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের সংঘাতের মূল কারণ কি ছিল
সংঘর্ষ 

👉ধর্মীয় কারণ

দক্ষিণ ভারতের বিজয়নগর রাজ্য ছিল হিন্দু রাজ্য এবং বাহমনী রাজ্য ছিল মুসলিম রাজ্য, তাই উভয় রাজ্যের মধ্যে সংঘর্ষের কারণ হিসেবে অনেক ঐতিহাসিক ধর্মীয় কারণের কথা তুলে ধরেন। সেখানে বলা হয় হিন্দু পুনরুত জীবনবাদী আন্দোলনের ধারক হিসেবে বিজয়নগর রাজ্য মুসলিম শাসিত বাহমনী রাজ্যের শত্রু ছিল। আবার বাহমনীর রাজ্যের মুসলিম শাসকদের হিন্দু বিদ্বেষ ছিল থেকে বলা বাহুল্য। এস কৃষ্ণ স্বামী আঙ্গেয়ার বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে বাহমনী রাজ্যের সংঘাতকে হিন্দু মুসলিম বিরোধী হিসেবে গুরুত্ব দিয়েছেন। দক্ষিণ ভারতের উপর বিখ্যাত ঐতিহাসিক পণ্ডিত নীলকান্ত শাস্তি বিজয়নগর রাজ্যে ইসলাম বিরোধী ভূমিকার কথা তুলে ধরেছেন। এইভাবে দুই রাজ্যের সংঘর্ষের কারণ হিসেবে ধর্মের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে।।


👉ধর্মীয় কারণ খন্ডন

সাম্প্রতিককালে গবেষক ও পণ্ডিতরা দুই রাজ্যের সংঘর্ষের কারণ হিসেবে ধর্মীয় কারণকে গুরুত্ব দিতে রাজি নয়। তারা বলেছেন বাহমনী রাজ্য ও বহু হিন্দু বসবাস করত, বাহমনী সুলতানদের বহু কর্মচারী ছিল হিন্দু এবং বাহমনী সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ। দক্ষিণী ব্রাহ্মণদের প্রশাসনিক ও রাজস্ব বিভাগীয় কাজে নিয়োজিত করেন। আলাউদ্দিন বাহমন শাহ প্রথম ভারতীয় শাসক যিনি হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন, সুতরাং বাহমনী রাজ্যের সুলতানদের হিন্দু বিদ্বেষ ছিল না বলা যায়।

অপরদিকে বিজয়নগর রাজ্য হিন্দু রাজ্যগণ মুসলিম বিদ্বেষী ছিলেন না। তারা হিন্দু ধর্ম পুনরুদ্ধারের জন্য লড়াই করেনি, যদি সেরুপ হতো তাহলে বিজয়নগর উড়িষ্যা ও অন্যান্য হিন্দু রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম করত না এবং বিজয়নগরের সেনাবাহিনীতে মুসলিম সেনা নিযুক্ত হতো না। বিজয়নগর রাজ্য আগত আরোবিও পর্যটক আব্দুল রাজ্জাক এর ভ্রমণ কাহিনীতে বিজয়নগরের ইসলাম বিরোধী ভূমিকায় কোন ইঙ্গিত নেই।


👉প্রকৃত কারণ

বিজয়নগর ও বাহমনী রাজ্যের শাসকরা রাজ্য শাসন ও নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম অপেক্ষায় ও রাজনৈতিক, অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থকে অনেক গুরুত্ব দিতেন। তৃষ্ণা ও তুঙ্গ ভদ্রা নদীর মধ্যবর্তী রাইচুর দোয়া ছিল কৃষি অর্থনীতিতে অত্যন্ত সমৃদ্ধ গুরুত্বপূর্ণ অঞ্চল। কৃষ্ণ ও গোদাবরী নদীর উপকূল অঞ্চল ছিল অত্যন্ত উর্বর ও বাণিজ্য সমৃদ্ধ কঙ্কন ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বাণিজ্যিক গুরুত্ব প্রাচীনকাল থেকেই দক্ষিণ ভারতীয় রাজশক্তিরগুলোর মধ্যে রাজনৈতিক কৃতিত্ব প্রতিষ্ঠার জন্য যে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল সেই একই কারণে বিজয়নগর ও বাহমনী রাজ্যের দীর্ঘস্থায়ী সংঘর্ষ দেখা দেয়।


📖 মূল্যায়ন

প্রকৃতপক্ষে মধ্যযুগের ভারতে হিন্দু মুসলিম দ্বন্দ্ব বলে আমরা যেভাবে বিবেচনা করি, তা সে যুগে ছিল না। সেই যুগে সংঘাত ছিল প্রধানত রাজনৈতিক কৃতিত্ব প্রতিষ্ঠা ও রাজ্য বিস্তারের লড়াই। সেই রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ের বিশ্বের বিশেষ বিশেষ অঞ্চলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক গুরুত্ব প্রাধান্য পেত, সুতরাং দক্ষিণে বিজয়নগর বাহমনী রাজ্যের সংঘাতকে ধর্মীয় কারণ দ্বারা ব্যাখ্যা করা যায় না বা ধর্মের ভূমিকা কে তেমন গুরুত্ব দেওয়া যায় না। সংঘর্ষের প্রকৃত কারণ হিসেবে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই বলা যায়।

............. সমাপ্তি...........


✍️লেখিকা পরিচিতি

নাম- জিয়াসমিন খাতুন
কলেজ - পাঁশকুরা বনমালী কলেজ
ইউনিভার্সিটি - বিদ্যাসাগর ইউনিভার্সিটি


👉তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"।
  2. অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"।
  3. V D Mahajan, "History of Medieval India".

    📖সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
                  .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐