মধ্য এশিয়ার ও পশ্চিম এশিয়ার যাযাবর গোষ্ঠী গুলির পরিচয় দাও

ভৌগলিক দিক থেকে মধ্য এশিয়া হলো পশ্চিম দিকে ক্যাম্পিয়ন সাগর পূর্বে পামির আলতা মালভূমি পর্বতমালা টি এম সানআল তাই পর্বত মালা দক্ষিণ পূর্ব ও পূর্ব সীমান্তে অবস্থিত অপরদিকে পশ্চিম এশিয়া বলতে বোঝায় দক্ষিণ এশিয়া বা নিকট মধ্যপ্রাচ্যকে। এই অঞ্চল এশিয়া আফ্রিকা ও ইউরোপ মহাদেশে এর পরিধি বিস্তৃত। এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ সাংস্কৃতিক জীবনকে গভীরভাবে প্রবাহিত করেছিল। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এই দুই অঞ্চলের যাযাবর পশুপালকদের আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবন সম্পর্কে জানা গেছে। এই দুই অঞ্চলের কৃষি ও পশুপালন নির্ভর সংস্কৃতি গড়ে ওঠে এবং বিভিন্ন পশুপালক যাযাবর গোষ্ঠী তাদের সভ্যতা ও সংস্কৃতি গড়ে তোলে।

মধ্য এশিয়ার ও পশ্চিম এশিয়ার যাযাবর গোষ্ঠী গুলির পরিচয় দাও


👉হিট্টাইট

ব্রোঞ্জ যুগের শেষ দিকে আনুমানিক ২০০০ খ্রিস্টপূর্বাব্দে আনাতোলিয়াতে হাট্টিয়ানদের অবসারিত করে হিট্টাইট নামে একদল হিন্দু ইউরোপীয় যাযাবর গোষ্ঠীর আগমন ঘটে। রাজা ও বিভিন্ন গোষ্ঠী প্রতিরক্ষ ক্ষমতা ভাগ করে শাসন পরিচালনা করতেন। সাম্রাজ্য সম্প্রসারণের পাশাপাশি নগরগুলির সৌন্দর্য বৃদ্ধিতে তারা যথেষ্ট যত্নবান ছিলেন। তাদের সমাজ ছিল প্রত্নতাত্ত্বিক তারা কৃষিকাজ ও খনি শিল্পে উন্নত ছিল। তাদের সবচেয়ে কৃতৃত্ব ছিল লোহা আবিষ্কার লোহার অস্ত্র সস্ত্র বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে তারা শক্তিশালী হয়ে উঠেছিল।


👉মিট্টানি

মিট্টানিরা আনাতোলিয়া পূর্ব দক্ষিণ পূর্বে বসতি স্থাপন করেছিল। এরা ছিল ইন্দ্র ইউরোপীয় জাতিভুক্ত তাদের রাজারা ইন্দ্র-আর্য বংশধরের নাম ব্যবহার করত মিট্টানি। অভিজা তোরা, অল্প কিছু সংখ্যক সারথি ও ঘর যাতায়াত নিয়ে তাদের গোষ্ঠী গড়ে তুলেছিল। নিকট প্রাচ্য যুদ্ধের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার তাদের বিশেষ কৃতিত্ব। তারা চাকা লাগানো হালকা রথের আবিষ্কার করেছিল।


👉ক্যাসাইট

মধ্য এশিয়ার ও পশ্চিম এশিয়ার যাযাবর গোষ্ঠী গুলির পরিচয় দাও

ইন্দ্র ইউরোপীয় গোষ্ঠীভুক্ত ক্যাসাইটরা বসতি স্থাপন করেছিল জাগ্রোস পাহাড়ের মধ্যভাগে। কাসাইট সাম্রাজ্যকে মিট্টানি ও মিশরের হাত থেকে রক্ষা করার জন্য এই গোষ্ঠী শত্রুর সাথে রাজকীয় উপহার বিনিময় করতে মিশরীয় শাসকদের তারা ঘোড়া রথ তেল লাপিস লাজুলি দিত এবং বিনিময় পেতে সোনা রুপা কাঠ হাতির দাঁত পেত। তারা প্রধানত বাজার দ্বারা শাসিত হতো। মেসোপটেমিয়াতে সাইটদের হাত ধরে বড় বড় শহরের বদলে ছোট ছোট নগর গ্রামের উত্থান ঘটেছিল।


👉আসিরিও

সেমেটিক জাতিভুক্ত আসিরিওরা মেসোপটেমিয়ার উত্তরে আসিরিও এলাকায় তিন হাজার পূর্বাব্দে আসুর নামে এক নগর রাষ্ট্রের সূচনা করেছিল। কৃষিজীবী ও পশুপালন এই গোষ্ঠী মানুষেরা যোদ্ধা হিসেবে খুবই সুখ্যাতি লাভ করেছিল। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ও তার সামরিক নেতাদের হাতে কুক্ষিগত ছিল। তাদের শাসকরা হাতির দাঁত মূল্যবান পাথর লিলেন প্রভৃতি বিলাস দ্রব্যের বাণিজ্যের যুক্ত ছিল। তবে ব্যবসা-বাণিজ্যের চেয়ে তাদের উৎসাহ বেশি ছিল যুদ্ধবিগ্রহ, লুটতে, রাজপ্রবৃতিতে পরাজিতের উপর অত্যাচার করা, লুণ্ঠিত দ্রব্য মন্দিরে লুকিয়ে রাখা ও তীব্র সামাজিক বৈষম্য ও আসেরিও সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।


👉হরিয়ান

পূর্ব আনাতলিয়া এলাকার হরিয়ানা মেসোপটেমিয়াতে বসতি স্থাপন করে। এরা ছিল ইন্দ্র ইউরোপীয় গোষ্ঠীভুক্ত খর্বর নদীর উপত্যকা ছিল তাদের প্রধান অঞ্চল। তারা ঘোড়ায় টানা হালকা রথ ব্যবহার করত, চিনামাটির কাছে তারা বেশ দক্ষ ছিল। ধাতু বিদ্যাতেও তারা যথেষ্ট আগ্রহী ছিল। ধর্মের দিক থেকে হরিয়ানা হিট্টাইটদের যথেষ্ট প্রভাবিত করেছিল। হরিয়ান আবহাওয়ার দেবতা তেসুর ও তার স্ত্রী সূর্যদেবী হেবাট এর উল্লেখ হিট্টাইট সভ্য তাতেও পাওয়া যায়।


👉ফ্রিজিয়ান

মধ্য এশিয়ার ও পশ্চিম এশিয়ার যাযাবর গোষ্ঠী গুলির পরিচয় দাও

খ্রিষ্টপূর্ব আনা তোলিয়া মালভূমির মধ্যভাগ ফ্রিজিয়ান অধিকার করে। তাদের রাজধানী গোরডিয়ন একটি সুরক্ষিত ও বিস্তৃত নগরী ইন্দ্র ইউরোপীয় এই গোষ্ঠীর ধাতুর কাজ ও কাঠের কাজে দক্ষ ছিল। ভেড়া ও ঘোড়া পালনে ও তারা উৎসাহী ছিল এরা গ্রিকদের সাথে সম্পর্কিত ছিল তাদের লিপির সাথে গ্রীক লিপির কিছু সাদৃশ্য আছে। সিমেরইয়ানদের আক্রমণে ফ্রিজিয়ান সভ্যতার পতন ঘটে।


👉আরামিয়

আরামিয়রা ছিল সেমেটিক জাতিভুক্ত।  খ্রিস্টপূর্ব ২০০ অব্দে তারা মেসোপটেমিয়াতে প্রবেশ করেছিল। এদের প্রধান নগর ছিল দামাস্কাস। মরুপথে তারা বেব্যিলনের সাথে যোগাযোগ স্থাপন করেছিল। প্রত্যাশ্রয়কে কাজে লাগিয়ে তারা ভূমধ্যসাগরীয় নৌপথের বিকাশ ঘটিয়েছিল। ৭৩২ খ্রিস্টাব্দে আরামিয়রা অশিরীয়দের অধিকার ভুক্ত হয়ে পড়ে।


👉লিডীয়

হিট্টইট দের পতনের পর ইন্দ্র ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একদল মানুষ পশ্চিম এশিয়া মাইনরের শক্তিশালী অথচ ক্ষুদ্র রাষ্ট্র লিডীয়ার উত্থান ঘটায়। এরা ছিল মূলত এশিয়া মাইননারের স্থানীয় পূর্ব ইউরোপ থেকে আসা জনগোষ্ঠীর মিশ্রণ। লিডিয়াররা ভৌগোলিক অবস্থান ও আর্থিক প্রাচুর্যের কারণে খুব উন্নত মানের জীবনযাত্রা অধিকারী ছিলেন। তাদের সম্পদের উৎসাহ ছিল উর্বর কৃষি ক্ষেত্রে স্বর্ণযানি ভেড়ার পশম এবং মেসোপটেমিয়া ও ইজিয়ান অঞ্চলের সাথে বাণিজ্যিক সম্পর্ক।


👉ফিনিশীয়

৩০০ খ্রিস্টপূর্বাব্দের উত্তর মেসোপটেমিয়ার সাথে সেমেটিক গোষ্ঠী ভুক্ত একদল যাযাবর লেবাননের পর্বতমালা ও ভূমধ্যসাগরের উপকূলে বসতি স্থাপন করে। পরে তারা সিরিয়ার উত্তরে মরুভূমির পশ্চিমে ছড়িয়ে পড়ে, তারা সমুদ্রকে কাজে লাগিয়ে বাণিজ্য সমৃদ্ধ করেছিল। পাহাড় কেটে প্রাকৃতিক সম্পদ কাঠ তাদের আর্থিক সমৃদ্ধি ঘটায়, নৌ শক্তিকে তারা ছিল বলিয়ান।


📖মূল্যায়ন

মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার যাযাবর সংস্কৃতির মধ্যে যাযাবর জাতি গুলির মধ্যে কিছু চক্রান্ত বৈশিষ্ট্য ছিল লক্ষণীয়। তবে উপায় অঞ্চলের মানুষ প্রধানত কৃষিকাজ ও পশুপালন নির্ভর সংস্কৃতি গড়ে তুলেছিল। লোহা আবিষ্কার, সামরিক যুদ্রাস্ত্র রণকৌশল, ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় চেতনা পরবর্তীকালের সভ্যতাকে প্রভাবিত করেছিল।

লাডিয়দের একটি উল্লেখযোগ্য কৃতি ছিল ইলেকট্র্রাম বা শ্রেত স্বর্ণ দিয়ে মুদ্রা তৈরি। এতে সোনা রুপা দুই ছিল। এই মুদ্রার একপাশে যুদ্ধ সাজে সজ্জিত রাজার ছবি ও অন্যদিকে সিংহের মাথার ছবি মুদ্রিত ছিল ‌।

............. সমাপ্তি...........


✍️লেখিকা পরিচিতি

নাম- জিয়াসমিন খাতুন
কলেজ - পাঁশকুরা বনমালী কলেজ
ইউনিভার্সিটি - বিদ্যাসাগর ইউনিভার্সিটি


👉তথ্যসূত্র

  1. Pavneet Singh, "International Relations ".
  2. Prakash Chandra, "international relations & comparative politics".
  3. Garrett W Brown, "The Concise Oxford Dictionary of Politics and International Relations ".

📜সম্পর্কিত বিষয়

  1. ওপেক কি ? | What is OPEC ? (আরো পড়ুন)
  2. সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য (আরো পড়ুন)
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির বিভাজন তথা বিশ্ব রাজনীতিতে তার প্রভাব  (আরো পড়ুন)
  4. ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ  (আরো পড়ুন)
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
                     .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐