DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ । Nadia District Data Entry Operator recruitment 2023

  সুপ্রিয় পরিবারের সদস্যরা,

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নারী ও শিশুশিক্ষা দপ্তরে Assistant Cum Data Entry Operator পদের চাকুরীর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই চাকরির প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে এবং তার যোগ্যতা কি কি লাগবে - তা নিচে বিস্তারিতভাবে প্রয়োজনীয় তথ্য গুলি নিচে দেওয়া হল।

DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ । Nadia District Data Entry Operator recruitment 2023


🌐 প্রয়োজনীয় তথ্য 👇

👉 সরকারি পদের নাম 

> Assistant Cum Data Entry Operator


👉 বয়স সীমা এবং প্রার্থী 

>Assistant Cum Data Entry Operator - এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ - ২৫ বয়েসের মধ্যে হতে হবে।


👉 শূন্য পদ সংখা 

> Assistant Cum Data Entry Operator - পদের শূন্য পদ সংখ্যা হল ১ টি।


👉 চাকুরীর জন্য যোগ্যতা

> Assistant Cum Data Entry Operator - এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার জানতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারে শেখার প্রমাণ হিসাবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে।


👉 প্রয়োজনীয় ডকুমেন্টস

> সমস্ত অরজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে।

> কম্পিউটার সার্টিফিকেট।

> বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের এডমিট আধার কার্ড, ভোটার কার্ড।

> সমস্ত ডকুমেন্টসের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি।

> বায়োডাটা।


👉 বেতন

Assistant Cum Data Entry Operator - পদে জন্য বেতন হলো ১২,০০০ টাকা।


👉 আবেদনের অফলাইন ঠিকানা এবং আবেদন পদ্ধতি 

> Social welfare section, Office of the District Magistrate, Nadia, Krishnanagar, Pin- 741101

> সমস্ত জেরক্স কপি একসাথে আবেদনের ঠিকানায় জমা করতে হবে। 


👉 ইন্টারভিউয়ের শেষ তারিখ এবং নির্বাচন প্রক্রিয়া

>  ০৩ মার্চ ২০২৩

> সমস্ত তথ্য প্রার্থীদের ভেরিফিকেশনের মাধ্যমে নির্বাচন করে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।


👉 অফিসিয়াল নোটিশ - Click here.

👉 অফিসিয়াল ওয়েবসাইট - Click here.

👉বিভিন্ন চাকরির খবর আমাদের WhatsApp group যোগদান করুন - Click here .


উপরের তথ্যগুলো সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেওয়ার হয়েছে আপনাদের সুবিধার্তে এবং এর সঙ্গে Alive Histories ওয়েবসাইটে কোন আর্থিক যোগাযোগ নেই এবং এই চাকুরীর জন্য প্রার্থীর কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয় না। 

.....................🙏..................

নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐