পশ্চিমবঙ্গের জেলায় জেলায় (District Wise) Bandhan Bank-এ ডাটা এন্ট্রির / Back Office Assistant পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগকারী HR ।
জানানো হয়েছে একাধিক শূন্যপদ রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদ গুলিতে আবেদন করতে পারবে।
আরও জানানো হয়েছে,
ছেলে কিংবা মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং Bank এ চাকরি করা আপনার সপ্ন হয়ে থাকে তাহলে আপনার জন্য এই বিরাট সুযোগটি। নিচে সবিস্তারে আলোচনা করা হল।
West Bengal Bandhan Bank Recruitment 2023
👉বয়সসীমা : যারা Bandhan Bank-এ ডাটা এন্ট্রির / Back Office Assistant পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স নূন্যতম হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছরের মধ্যে।
👉কাজের ভূমিকা ও দায়িত্ব : ( ব্যাক অফিসের দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাংকিং সেগমেন্ট, Back Office Corporate Department, Data Entry Work, & More Responsibilities )
👉শিক্ষাগত যোগ্যতা : যারা Bandhan Bank -এ ডাটা এন্ট্রির পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ এবং গ্রেজুয়েট পাশ করতে হবে.
এছাড়াও যদি প্রার্থী পোস্ট গ্রেজুয়েট পাশ করে তাহলেও আবেদন করতে পারবে.
🌐কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কয়েকটি মাধ্যমে আবেদন করতে পারবে। প্রথমে প্রাথীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা নিচে দেওয়া HR এর Email / WhatsApp এ পাঠাতে পারবেন। এছাড়াও সরাসরি ফোন কল করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন।
👉নিয়োগ প্রক্রিয়া : প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এমনটায় জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, ইন্টারভিউ নিচে উল্লেখিত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
📜ইন্টারভিউ-র দিন কী কী প্রয়োজনীয় :
>> বায়োডাটা (Biodata) / C.V
>> পাসপোর্ট সাইজের ছবি
>> আপনারা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ( এডমিট বা মার্কশিট)
>> প্রমাণ পত্র ( আধার বা ভোটার কার্ড)
ইন্টারভিউ-র আরও কিছু জরুরি বার্তা :
>> ইন্টারভিউ-র সময় হবে সকাল 10 টা থেকে দুপুর 1.30 টা পর্যন্ত.
👉আরও বিস্তারিত Email / Mobile নম্বরে যোগাযোগ করে দেখেনিবেন👇
Official website - Click here
👉>>ইন্টারভিউ-র দিন ড্রেস কোড হবে ভারতীয় ফর্মাল পোশাক ( জিন্স পড়ে ভিতরে ঢুকতে দেওয়া হবে না)
📜চাকরির ধরন : স্থায়ী / রেগুলার। এছাড়াও কাজের ভিত্তিতে 6-9 মাসের মধ্যে প্রোমোশনের দেওয়া হয়ে থাকে।
প্রাথমিক কম্পিউটার জ্ঞান এবং ভালো যোগাযোগ স্থাপন করতে পারলে অগ্রাধিকা দেওয়া হবে।
📜মাসিক বেতন : 16,500-22,900 টাকা প্রতি মাসে।
📜সুবিধা:-
>> সেল ফোনের প্রতিদান
>> স্বাস্থ্য বীমা
>> জীবনবীমা
>> তহবিল
>> সময়সূচী:- দিনের শিফট
>> সম্পূরক বেতন:- কাজের নিপুনতার পুরস্কার, বার্ষিক বোনাস
>> COVID-19 বিবেচনা:- মাস্ক ও স্যানিটাইজার।
📩Official website - Click here
উপরের তথ্যগুলো সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেওয়ার হয়েছে আপনাদের সুবিধার্তে এবং এর সঙ্গে Alive Histories ওয়েবসাইটে কোন আর্থিক যোগাযোগ নেই এবং এই চাকুরীর জন্য প্রার্থীর কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয় না।
.....................🙏..................