সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দক্ষিণ ভারতের শিব ও বিষ্ণুকে কেন্দ্র করে ভক্তি আন্দোলনের উদ্ভব হয়েছিল। দক্ষিণ ভারতের শৈব ভক্তি ধর্ম আন্দোলনে নেতৃত্বদানকারী সন্তদের বলা হয় নায়নার এবং বৈষ্ণব ধর্মের ভক্তি ধর্ম আন্দোলনে যারা নেতৃত্ব দেন তাদের বলা হয় আলবার।
সাধারণের ভাষায় তারা তাদের ঈশ্বর প্রেমের বাণী ও উপদেশ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। ভক্তিবাদী তত্ত্ব ছিল সহজ সরল ও অনারম্বর। নায়নার ও আলবার স্থানীয় তেলেগু ও তামিল ভাষায় ভক্তি গীত রচনা করেন এবং দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ধর্ম প্রচার করতেন, তারা ছিলেন অধিকাংশ নিম্নবর্গের মানুষ এদের মধ্যে ছিল কিছু ব্রাহ্মণ ও কয়েকজন নারী ও ছিলেন। তারা জাতিভেদ মানতেন না এবং হিন্দুদের জাতিভেদ ও অন্যান্য সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ঈশ্বরের প্রতি ভক্তি ও প্রেমের আদর্শ তুলে ধরেছিলেন। আলবার ও নায়নার সন্তরা জাতিভেদের বিরুদ্ধে কোন আন্দোলন গড়ে তুলেননি।
তারা কেবল দৃঢ়তার সঙ্গে প্রচার করেন যে, ঈশ্বর কোনো বিশেষ জাতি বা বর্ণের নয়, ঈশ্বর সকল মানুষের যে কোন জাতি বর্ণ ধর্মের মানুষের পক্ষে ভক্তি ও প্রেম নিবেদন এর মাধ্যমে ঈশ্বরপ্রাপ্তি সম্ভব।
নিম্নবর্নের থেকে নায়নার ও আলবাররা উদ্ভূত হয়েছিলেন, তার কারণ সম্ভবত এই যে ব্রাহ্মণ্য বিধানে নিম্ন বর্ণের মানুষকে বৈদিক ধর্মাচার ও বেদ পাঠের অধিকার দেওয়া হয়নি। ভক্তি ধর্ম আন্দোলনের দ্বারা উপজাতি ও কৌমগুলি বিশেষভাবে হয়েছিল। তারা ক্রমশ বৈষ্ণব ধর্ম ও শৈব ধর্মের অনুগামীতে পরিণত হয়।
সমাজ ব্যবস্থায় যে জাতি ও বর্ণ বিনাশ হয়েছিল, তাতে উপজাতি গোষ্ঠীগুলি ক্রমশ অন্ত অন্তর্ভুক্ত হয়। তার কারণ সম্ভবত এই যে তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছিল। তবে এ কথা সত্য যে, বিভিন্ন আদিম অধিবাসীদের দেবদেবীর পূজা লোকায়ত স্তরে চালু ছিল। কোমৌ সেইসব আদিম উপজাতীয় দেবদেবীর শিব অথবা বিষ্ণুর সঙ্গী রূপে গৃহীত হন।
............. সমাপ্তি...........
✍️লেখিকা পরিচিতি
👉তথ্যসূত্র
- সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"।
- অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"।
- V D Mahajan, "History of Medieval India".
📖সম্পর্কিত বিষয়
- মধ্যযুগীয় ভারতের ভক্তি আন্দোলনের উদ্ভব (আরও পড়ুন)।
- ভারতবর্ষে মুঘল বা মোগল সাম্রাজ্যের প্রকৃতি ও কার্যাবলীর সংক্ষিপ্ত আলোচনা (আরো পড়ুন)
- মনসবদারি ব্যবস্থা এবং পরবর্তীকালে জায়গির সংকট (আরো পড়ুন)।
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।