কোচবিহার জেলার স্বাহ্য দপ্তরে লোক নিয়োগ ২০২৩ । Cooch Behar Bealth recruitment 2023

 সুপ্রিয় পরিবারের সদস্যরা,

কোচবিহার জেলার স্বাস্থ্য ও কল্যাণ সমিতিতে AYUSH MO এবং MTS পদের চাকুরীর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই চাকরির প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে এবং তার যোগ্যতা কি কি লাগবে - তা নিচে বিস্তারিতভাবে প্রয়োজনীয় তথ্য গুলি নিচে দেওয়া হল।

কোচবিহার জেলার স্বাহ্য দপ্তরে লোক নিয়োগ ২০২৩ । Cooch Behar Bealth recruitment 2023


🌐 প্রয়োজনীয় তথ্য 👇

👉 সরকারি পদের নাম 

> AYUSH MO

> MTS


👉 বয়স সীমা এবং প্রার্থী 

>AYUSH MO - এই পদের জন্য প্রার্থীর বয়স ২২- ৬৫ বয়েসের মধ্যে হতে হবে।

> MTS - এই পদের জন্য প্রার্থীর বয়স ২২-৪০ বয়েসের মধ্যে হতে হবে।


👉 শূন্য পদ সংখা 

> AYUSH MO - পদের শূন্য পদ সংখ্যা হল ১ টি।

> MTS - পদের শূন্য পদ সংখ্যা হল ১ টি।


👉 চাকুরীর জন্য যোগ্যতা

> AYUSH MO- UMO/HMO/SAMO - এর পদে অবসর প্রাপ্ত ব্যক্তি হতে হবে।

> MTS - এই পদের জন্য মাধ্যমিক পাস এবং কম্পিউটার জানতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারে শেখার প্রমাণ হিসাবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে।


👉 প্রয়োজনীয় ডকুমেন্টস

> সমস্ত অরজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে।

> কম্পিউটার সার্টিফিকেট।

> বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের এডমিট আধার কার্ড, ভোটার কার্ড।

> সমস্ত ডকুমেন্টসের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি।

> বায়োডাটা।


👉 বেতন

AYUSH - পদে প্রতিদিন ১,০০০ টাকা দেওয়া হবে বেতন হিসেবে।
MTS - পদে প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে বেতন হিসেবে।


👉 ইন্টারভিউ ঠিকানা

> Meeting Hall-I, District Vaccine and Family Welfare Store, Office of Chief Medical Officer of Health N.N. Road,(Besides Circuit House) Cooch Behar.


👉 ইন্টারভিউ তারিখ এবং আবেদন পদ্ধতি 

> ২৩ ফেব্রুয়ারি ২০২৩, রিপোর্টিং টাইম সকাল দশটায় গিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে পারেন।


👉 অফিসিয়াল নোটিশ - Click here.

👉 অফিসিয়াল ওয়েবসাইট - Click here.

👉বিভিন্ন চাকরির খবর আমাদের WhatsApp group যোগদান করুন - Click here .


উপরের তথ্যগুলো সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেওয়ার হয়েছে আপনাদের সুবিধার্তে এবং এর সঙ্গে Alive Histories ওয়েবসাইটে কোন আর্থিক যোগাযোগ নেই এবং এই চাকুরীর জন্য প্রার্থীর কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয় না। 

.....................🙏..................

নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐