দ্বিতীয় চন্দ্রগুপ্তের অসাধারণ কৃতিত্বের কাহিনী বৈদেশিক ভ্রমণকানিদের বিবরণ থেকেও জানা যায়। চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন তাঁর রাজত্বকালে ভারতে এসেছেন। ফা-হিয়েন তাঁর বিবরণীতে রাজধানী পাটিলিপুত্রের ঐশ্বর্য এবং ভৈরবের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে সুশাসক ছিলেন এবং প্রজাতের হিতসাধন করা যে তাঁর প্রধান লক্ষ্য ছিল ফা-হিয়েনের বিবরণ থেকে আমরা তা প্রমাণ পাই।
...............🙏................