HDFC Bank Careers Credit Manager 2023 । HDFC Bank এ ক্রেডিট ম্যানেজার পদে নিয়োগ ২০২৩

 সুপ্রিয় পরিবারের সদস্যরা,

HDFC Bank এ ক্রেডিট ম্যানেজার(Credit Manager) পদের চাকুরীর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই চাকরির প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে এবং তার যোগ্যতা কি কি লাগবে- তা নিচে বিস্তারিতভাবে প্রয়োজনীয় তথ্য গুলি নিচে দেওয়া হল।

HDFC Bank Careers Credit Manager 202 । HDFC Bank এ ক্রেডিট ম্যানেজার পদে নিয়োগ ২০২৩


🌐 প্রয়োজনীয় তথ্য 👇

👉 পদের নাম 

> ক্রেডিট ম্যানেজার (Credit Manager)


👉 বয়স সীমা এবং প্রার্থী 

>ক্রেডিট ম্যানেজার - এই পদের জন্য প্রার্থীর বয়স ৩০ বয়সের মধ্যে হতে হবে। আবেদন প্রার্থী ছেলে হতে হবে।


👉 চাকুরীর জন্য যোগ্যতা

> Credit Manager - এর পদের জন্য CA / MBA হতে হবে। 

> ব্যাংকিং এক্সপেরিয়েন্স এবং ক্রেডিট ম্যানেজার এ এক্সপেরিয়েন্স লাগবে।


👉 প্রয়োজনীয় ডকুমেন্টস

> সমস্ত অরজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে।

> বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের এডমিট আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড নিয়ে মেতে হবে।

> সমস্ত ডকুমেন্টসের জেরক্স এবং পাসপোর্ট সাইজের ছবি।

> বায়োডাটা।

> এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ও আগে কোন ব্যাংকে চাকরি করে থাকলে তা এনওসি লাগবে।


👉 বেতন

> ইন্টারভিউ এর উপর নির্ভর করবে আপনার বেতন এবং বেতনটা নির্ভর করবে এক্সপিরিয়েন্সের উপর। অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে থাকবে PF, ESIC etc.


👉 আবেদনের পদ্ধতি 

> আপনি আপনার নিজস্ব সম্পূর্ণ বায়োডাটা বা Resume নীচের মেইল আইডিতে পাঠিয়ে দেন এবং তারা আপনার সাথে যোগাযোগ করে ইন্টারভিউর জন্য থাকবে। Mail id - ashish.mamodia@hdfcbank.commandeeps.uppal@hdfcbank.com


👉 অফিসিয়াল ওয়েবসাইট - Click here.

👉বিভিন্ন চাকরির খবর আমাদের WhatsApp group যোগদান করুন - Click here .


উপরের তথ্যগুলো সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেওয়ার হয়েছে আপনাদের সুবিধার্তে এবং এর সঙ্গে Alive Histories ওয়েবসাইটে কোন আর্থিক যোগাযোগ নেই এবং এই চাকুরীর জন্য প্রার্থীর কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয় না। 

.....................🙏..................

নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐