হর্ষচরিত এর রচয়িতা বানভট্ট। তিনি হর্ষবর্ধনের সভাসদ ছিলেন। এই গ্রন্থে হর্ষবর্ধনের রাজনৈতিক ও ব্যক্তিজীবন এবং চরিত্র সম্বন্ধে বহু মূল্যবান তথ্য পাওয়া যায় না। সমসাময়িক সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষা সংস্কৃতির সম্বন্ধে বহু তথ্য এই গ্রন্থে পাওয়া যায়। এই গ্রন্থটি পরবর্তীকালে ঐতিহাসিকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
................🙏.................