সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল

গজনীর সুলতান মাহমুদ ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত  সময়ই মোট ১৭ বার ভারত আক্রমণ করে। আর ভারত আক্রমণ এর কারণ ও উদ্দেশ্য সম্পর্কে ভিন্ন ভিন্ন মত রয়েছে।

সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল

👉সুলতান মাহমুদের রাজসভায় ঐতিহাসিক উ‌‌তবি বলেছেন যে, ধর্ম যুদ্ধ পরিচালনা ও ইসলাম ধর্মের প্রতি কর্তব্য পালন করার জন্য বহু ইসলাম ধর্ম প্রচার এর উদ্দেশ্যে ভারত আক্রমণ করে। তবে এই মত যথার্থ প্রশনীয় হয়নি।

👉 অধিকাংশ ঐতিহাসিক মামুদের ভারত অভিযানের কারণ হিসেবে ধন-সম্পদ লুণ্ঠন করাকে প্রকৃত কারণ বলে মনে করেন যে, দীর্ঘকাল ধরে ভারতে রাজকোষে মঠ ও মন্দিরের যে বিপুল পড়ি, মান ধনরত্ন সঞ্চিত হয়েছিল তা লুণ্ঠন করার জন্য মামুদ বারবার ভারত আক্রমণ করেন।

👉 ডক্টর জে এল মেহতার মতে মুসলিম জগত থেকে ভারত অভিযানের জন্য সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে তিনি ভারত আক্রমণ করেন।


📖তবে ঐতিহাসিক ভাবে একথা সত্য যে তিনি ভারত আক্রমণ করে ধর্ম প্রচার বা কাউকে ধর্মান্তরিত করেননি আবার স্থায়ী রাজ্য গড়ে তোলার ও উদ্দেশ্য ছিল না, কিন্তু যেভাবে তিনি মন্দির মঠ ও বিভিন্ন নগর ধ্বংস করে লুণ্ঠন করেন তা থেকে সিদ্ধান্ত করা যায় যে ধন সম্পদের লোভে বারবার ভারত আক্রমণ করেছেন।

............. সমাপ্তি...........


✍️লেখিকা পরিচিতি

নাম- জিয়াসমিন খাতুন
কলেজ - পাঁশকুরা বনমালী কলেজ
ইউনিভার্সিটি - বিদ্যাসাগর ইউনিভার্সিটি


👉তথ্যসূত্র

  1. সতীশ চন্দ্র, "মধ্যযুগে ভারত"।
  2. অনিরুদ্ধ রায়, "মুঘল সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস"।
  3. V D Mahajan, "History of Medieval India".

    📖সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
                  .......................................

    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐