Axis Bank এ প্রচুর কর্মী নিয়োগ ২০২৩ । Axis bank recruitment 2023 west bengal

Axis Bank এ Data Entry Operator / Back Office Assistant পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

রাজ্যের ২৩টি জেলার বাসিন্দারাই এই শূন্য পদগুলিতে আবেদন করতে পারবেন।

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

এবার এক্সিস ব্যাংকের ডেটা এন্ট্রি অপারেটর পদের চাকরির বিস্তারিত একবার জেনে নেওয়া যাক।

Axis Bank এ প্রচুর কর্মী নিয়োগ ২০২৩


👉পদের নাম: 

>Axis Bank Data Entry Operator/ Back Office Assistant


👉আবেদনের বয়সসীমা:

>আবেদনকারীকে ১৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে হতে হবে।


👉শিক্ষাগত যোগ্যতা:

>যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।


👉অ্যাক্সিস ব্যাঙ্ক এর নিয়োগ পদ্ধতি:

>ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক কোনোরকম লিখিত পরীক্ষা নেবে না। এমনটাই জানানো হয়েছে।

>প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

>ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট কিছু ডকুমেন্টস নিয়ে প্রার্থীকে উপস্থিত হতে হবে।


👉কি কি ডকুমেন্টস ইন্টারভিউয়ের দিন লাগবে:

>নিজের একটি বায়োডাটা।

>শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র, (অ্যাডমিট কার্ড এবং মার্কশীট)

>পাসপোর্ট সাইজের ফটো।

>আধার কার্ড, ভোটার কার্ড


👉চাকরির সময়– Day Shift


👉কত বেতন দেওয়া হবে:

>অ্যাক্সিস ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদে মাসিক বেতন ১৬ হাজার ৫০০ টাকা থেকে ২২ হাজার ৯০০ টাকা পর্যন্ত। সাথে ইনসেন্টিভ ও কমিশন।


👉ইন্টারভিউ ড্রেস কোড এবং সময়:

>চাকরিপ্রার্থীকে Axis Bank ইন্টারভিউয়ের সময় ভারতীয় ফরমাল পোশাক পরতে হবে। জিন্স পরলে অনুমতি দেওয়া হবে না।

ইন্টারভিউয়ের সময় সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।


👉কিভাবে আবেদন করবেন:

>Axis Bank এ আবেদন করতে হলে একটি পরিচ্ছন্ন বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা HR- এর Email বা Whatsapp-এ পাঠাতে হবে।

সেই ইমেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হলো:

📩E-mail– sinphrm.mitranco@gmail.com

☎️Whatsapp / Call - 9932963523



👉Axis Bank-এর ডেটা এন্ট্রি অপারেটরের কাজের ভূমিকা এবং দায়িত্ব:

>ব্যাংকের ব্যাক অফিসের সমস্ত দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাঙ্কিং সেগমেন্ট পরিচালন করতে হবে।


👉চাকরির ধরন:

>Axis Bank এর এই পদ রেগুলার অর্থাৎ স্থায়ী।

>তাছাড়া কর্মীর কাজের উপর ভিত্তি করে ৬ থেকে ৯ মাসের মধ্যে প্রোমোশন দেওয়া হয়।


👉কি কি সুবিধা দেওয়া হবে:

>মাসিক বেতন

>স্বাস্থ্য বীমা

>জীবন বীমা

>সেলফোনের খরচ

>কাজের যোগ্যতার পুরস্কার বার্ষিক বোনাস


 📰 বিস্তারিত জানতে এই নাম্বারে ফোন করুন -Whatsapp / ☎️Call - 9932963523



👉বিভিন্ন চাকরির খবর আমাদের WhatsApp group যোগদান করুন - Click here .


উপরের তথ্যগুলো সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেওয়ার হয়েছে আপনাদের সুবিধার্তে এবং এর সঙ্গে Alive Histories ওয়েবসাইটে কোন আর্থিক যোগাযোগ নেই এবং এই চাকুরীর জন্য প্রার্থীর কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয় না। 

.....................🙏..................


নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐