সুপ্রিয় পরিবারের সদস্য,
জেনে নিন আপনি ইতিহাসের পাতায় বিক্রমাদিত্যের নবরত্নের নামের তালিকা। এই তালিকায় বিক্রমাদিত্যের নবরত্নের নাম নিচে দেওয়া হল। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন চাকরির মূলক পরীক্ষায় এই সম্পর্কে কিছু না কিছু প্রশ্ন এসে থাকে। সুতরাং নিচের তালিকাটি পড়ে এক স্বচ্ছ ধারণা হবে বিক্রমাদিত্যের নবরত্নের নাম এবং তাঁদের পারদর্শিতা সম্পর্কে।
📖 বিক্রমাদিত্যের নবরত্নের নাম
নবরত্ন গণ | পারদর্শিতা |
---|---|
কালিদাস | সাহিত্য |
শঙ্কু | দর্শন |
বরাহমিহির | গণিত, জ্যোতির্বিজ্ঞান |
ঘটকপর | চিন্তাবিদ্যা |
বেতালভট্ট | বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা |
বররুচি | কবিতা | অমর সিংহ | সংস্কৃত অভিধান |
ধন্বন্তরী | চিকিৎসাবিদ্যা | ক্ষপণক | জ্যোতিষশাস্ত্র |
📜 আরো পড়ুন
👉 ইতিহাসের পাতায় বাংলার নবাবদের তালিকা - ক্লিক করুন।
👉 ভারতের বিভিন্ন রাজবংশের তালিকা - ক্লিক করুন।👉 আরো পড়ুন - ক্লিক করুন।...............🙏..............
📜 আরো পড়ুন
👉 ইতিহাসের পাতায় বাংলার নবাবদের তালিকা - ক্লিক করুন।👉 ভারতের বিভিন্ন রাজবংশের তালিকা - ক্লিক করুন।