সুপ্রিয় পরিবারের সদস্য,
জেনে নিন আপনি ইতিহাসের ব্রিটিশ ভারতের বিভিন্ন পত্রিকা ও সম্পাদকের নামের তালিকা। এই তালিকায় বিখ্যাত কিছু পত্রিকা ও সম্পাদকের নাম নিচে দেওয়া হল। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন চাকরির মূলক পরীক্ষায় এই সম্পর্কে কিছু না কিছু এসে থাকে। সুতরাং নিচের তালিকাটি পড়ে এক স্বচ্ছ ধারণা হবে কিছু বিখ্যাত ভারতের বিভিন্ন পত্রিকা ও সম্পাদকের নামের সম্পর্ক।
📜 বিভিন্ন পত্রিকা ও সম্পাদক
পত্রিকা | সম্পাদক |
---|---|
সঞ্জীবনী | কৃষ্ণকুমার মিত্র |
বঙ্গদর্শন | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
সুলভ সমাচার | কেশবচন্দ্র সেন |
হিন্দু প্যাট্রিয়ট | গিরিশচন্দ্র ঘোষ |
তত্ত্ববোধিনী | অক্ষয়কুমার দত্ত |
তলোয়ার | বিনায়ক দামোদর সাভারকর | সন্ধ্যা | ব্রহ্মবান্ধব উপাধ্যায় |
ধূমকেতু | কাজী নজরুল ইসলাম | তত্ত্ব কৌমুদী | শিবনাথ শাস্ত্রী |
বন্দেমাতরম | অরবিন্দ ঘোষ |
সমাচার চন্দ্রিকা | ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় | বেঙ্গল গেজেট | জেমস অগাস্টাস হিকি |
দিগদর্শন | জন ক্লার্ক মার্শম্যান |
সমাচার দর্পণ | জন ক্লার্ক মার্শম্যান | সম্বাদ কৌমুদী | রাজা রামমোহন রায় |
পার্থেনন | ডিরোজিও | সংবাদ প্রভাকর | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
দি ইন্ডিয়ান মিরর | কেশবচন্দ্র সেন |
দি বেঙ্গলি | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | অমৃত বাজার | শিশির কুমার ঘোষ |
ভারতী | দ্বিজেন্দ্রনাথ ঠাকুর | যুগান্তর | ভূপেন্দ্রনাথ দত্ত |
সন্দেশ | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী |
সবুজপত্র | প্রমথ চৌধুরী |
📜 আরো পড়ুন
👉 ইতিহাসের পাতায় বাংলার নবাবদের তালিকা - ক্লিক করুন।
👉 ভারতের বিভিন্ন রাজবংশের তালিকা - ক্লিক করুন।
👉 আরো পড়ুন - ক্লিক করুন।
...............🙏..............