সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যে স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য সহায়ক এবং টেকনিশিয়ান পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক, বেতন-18,000 টাকা | WB Health Staff Recruitment 2023

যেসব চাকরি প্রার্থীরা অনেক উচ্চ পড়াশোনা করছেন এবং ভালো চাকরির জন্য চাকরি খোঁজাখুঁজি করছেন তাদের জন্য এবার সুযোগ চলে এসেছে। এই সুবর্ণ সুযোগটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যে স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য সহায়ক এবং টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। এই চাকরির প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে এবং তার যোগ্যতা কি কি লাগবে - তা নিচে বিস্তারিতভাবে প্রয়োজনীয় তথ্য গুলি নিচে দেওয়া হল। আর আপনি চাইলে অবশ্যই নীচের দেওয়ার লিংকের মাধ্যমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে পড়তে পারেন‌।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যে স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য সহায়ক এবং টেকনিশিয়ান পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক, বেতন-18,000 টাকা | WB Health Staff Recruitment 2023


🌐 প্রয়োজনীয় তথ্য 👇

👉 সরকারি পদের নাম 

> Project Technician (Health Assistant)

 > Project Technician (Field Assistant)

 > Project Laboratory Technician (X-ray Technician)

>  Project Junior Medical Officer


👉 বয়স সীমা এবং প্রার্থী 

>Project Technician  এবং Field Assistant - এই পদের আবেদনের প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়স হতে হবে 28 মধ্যে হতে হবে।

> X-ray Technician  - এই পদের আবেদনের প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়স হতে হবে 30 মধ্যে হতে হবে।

> Project Junior Medical Officer  - এই পদের আবেদনের প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়স হতে হবে 35 মধ্যে হতে হবে।


👉 চাকুরীর জন্য যোগ্যতা

>  Project Technician  এবং Field Assistant - এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকতে হবে। এই পদের জন্য মাসিক বেতন 18000 টাকা হবে।

> Project Laboratory Technician এবং Project Junior Medical Officer - এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এই পদের জন্য মাসিক বেতন সম্ভবত 60000 টাকা হবে।


👉আবেদন পদ্ধতি 

> নিচে দেওয়া লিংকের মাধ্যমে সরকারি নোটিশটি ডাউনলোড করতে পারেন এবং সেটা ভালো করে পড়ে নিতে পারেন।

> নিচে দেওয়া লিংকের মাধ্যমে অফিসিয়াল আবেদন পত্রটি পড়ে নিচের দেওয়া ঠিকানায় আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন।

👉 আবেদনের তারিখ

> ১৫ মার্চ, ২০২৩ তারিখের আগেই সবগুলো জেরক্স ডুকুমেনশ নিয়ে নীচের দেওয়া ঠিকানায় সকাল 10টা পৌঁছে যেতে হবে এবং 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে।

> বিশদ জানতে নিচের দেওয়ার লিংকের ক্লিক করে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে সেখান থেকেও ইন্টারভিউ ঠিকানা সম্পর্কে বিষয়টা জানতে পারেন।

> ইন্টারভিউ প্রক্রিয়া শেষে শর্টলিস্টেড করে সরাসরি নিয়োগ করা হবে।


👉 ইন্টারভিউ এর ঠিকানা

> ICAR-National Institute Of Cholera & Enteric Diseases (NICED II Building Within ID & BG Hospital Campus), P-33, C.I.T Road, Scheme-XM, Beliaghata, Kolkata- 700010


👉 অফিসিয়াল নোটিশ - Click here.

👉 অফিসিয়াল ওয়েবসাইট - Click here 

👉বিভিন্ন চাকরির খবর জানতে আমাদের WhatsApp group যোগদান করুন - Click here .

👉 আরো চাকুরীর খবর পড়ুন - Click here 


উপরের তথ্যগুলো সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেওয়ার হয়েছে আপনাদের সুবিধার্তে এবং এর সঙ্গে Alive Histories ওয়েবসাইটে কোন আর্থিক যোগাযোগ নেই এবং এই চাকুরীর জন্য প্রার্থীর কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয় না। 

.....................🙏..................

নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐