পশ্চিমবঙ্গে ইউনিভার্সিটির গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ । WB University group D Recruitment 2023

যেসব চাকরি প্রার্থীরা ভালো চাকরির জন্য চাকরি খোঁজাখুঁজি করছে তাদের জন্য এবার সুযোগ চলে এসেছে। এই সুবর্ণ সুযোগটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যে ইউনিভার্সিটি গ্রুপ ডি পদে প্রচুর লোক নিয়োগ করা হবে। এই চাকরির প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে এবং তার যোগ্যতা কি কি লাগবে - তা নিচে বিস্তারিতভাবে প্রয়োজনীয় তথ্য গুলি নিচে দেওয়া হল। আর আপনি চাইলে অবশ্যই নীচের দেওয়ার লিংকের মাধ্যমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে পড়তে পারেন‌।

পশ্চিমবঙ্গে ইউনিভার্সিটির গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ


🌐 প্রয়োজনীয় তথ্য 👇

👉 সরকারি পদের নাম 

> Group D -  এই পদের মাধ্যমে  মূলত মালি তথা গার্ডেনার নেওয়া হবে। 


👉 বয়স সীমা এবং প্রার্থী 

>Group D - - এই পদের জন্য প্রার্থী যেকোনো বয়স বয়েসের মধ্যে হতে পারে অর্থাৎ বয়েসের কোন সীমা নেই, তবে এই পদের আবেদনের প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়স হতে হবে 40 মধ্যে হতে হবে।


👉 চাকুরীর জন্য যোগ্যতা

>  Group D - এই পদের সম্পর্কে প্রার্থীকে অভিজ্ঞ থাকলে ভালো হয়। 

> Group D - এই পদের জন্য প্রার্থী যেকোন পড়াশোনার যোগ্যতা থাকলেই হবে।

> Group D - এই পদের জন্য ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে।



👉আবেদন পদ্ধতি 

> নিচে দেওয়া লিংকের মাধ্যমে সরকারি নোটিশটি ডাউনলোড করবেন এবং সেটা ভালো করে পড়বেন এবং তারপর ফিলাপ করে নিবেন।

> প্রার্থী জন্মের প্রমাণপত্র, অভিজ্ঞ থাকলে তার প্রমাণপত্র এবং শিক্ষাগত সমস্ত ডকুমেন্টস জেরক্স করে নিচে দেওয়া ঠিকানায় ইউনিভার্সিটি তে জমা দিতে হবে।


👉 আবেদনের তারিখ

> ১৫ মার্চ, ২০২৩ তারিখের আগেই সবগুলো ডুকুমেনশ নিয়ে নীচের দেওয়া ঠিকানায় জমা করে দিবেন 

> বিশদ জানতে নিচের দেওয়ার লিংকের ক্লিক করে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে সেখান থেকেও ইন্টারভিউ ঠিকানা সম্পর্কে বিষয়টা জানতে পারেন।


👉 ইন্টারভিউ এর ঠিকানা

> Bankura University, Main Campus, Bankura Block - Jai, P - Purandarpur, Bankura, Pin- 722155


👉 অফিসিয়াল নোটিশ - Click here.

👉 অফিসিয়াল ওয়েবসাইট - Click here 

👉বিভিন্ন চাকরির খবর জানতে আমাদের WhatsApp group যোগদান করুন - Click here .

👉 আরো চাকুরীর খবর পড়ুন - Click here 


উপরের তথ্যগুলো সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেওয়ার হয়েছে আপনাদের সুবিধার্তে এবং এর সঙ্গে Alive Histories ওয়েবসাইটে কোন আর্থিক যোগাযোগ নেই এবং এই চাকুরীর জন্য প্রার্থীর কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয় না। 

.....................🙏..................

নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐