1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল ?

👉ভূমিকা

ব্রিটিশ সরকার ভারতে শাসন সংসারের উদ্দেশ্যে সদস্যের নিয়ে একটি সমিতি গঠন করেন। এই সমিতি রিপোর্টের ওপর ভিত্তি করে 1935 সালে 2 আগাস্ট ভারত শাসন রচিত হয়। 


👉মন্টেগু চেমসফোর্ড আইনের ব্যর্থতা:-   1919 সালে ঘোষিত মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনকে ভারতীয়দের আশাহত করেন। ভারতীয় জাতীয় কংগ্রেস এই আইনকে অপ্রতুল ও অস্পষ্ট বলে ঘোষণা করেন। 


👉সাইমন কমিশনের ব্যর্থতা:-   মন্টেগু চেমসফোর্ড আইন ব্যর্থ হলে ব্রিটিশ সরকার ভারতীয়দের সন্তুষ্ট করতে সাইমন কমিশন গঠন করে ভারতে পাঠায়। কিন্তু এই কমিশনকে ও ভারতীয়রা বর্জন করে। 


👉শ্বেতপত্র ঘোষণা:-   সাইমন কমিশনের রিপোর্ট ও গোল টেবিল বিটকে সুপারিশ ক্রমে শ্বেতপত্র অনুসারে 1935 সালে ভারত শাসন আইন ঘোষিত হয়। 



✍️ভারত শাসন আইন:-  

এই আইনের প্রধান প্রস্তাব ছিল দুটি। 

(1)ব্রিটিশ ভারতে বিভিন্ন প্রদেশ ও দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো গঠন। 

(2)প্রাদেশিক সায়ত্ব শাসন কাঠামো গঠন। 



✍️যুক্ত রাষ্ট্রীয় কাঠামো প্রস্তাব:-  

 (1)বিভিন্ন প্রদেশি ও প্রদেশীয় রাজ্যেগুলিকে নিয়ে ভারতে একটি যুক্ত রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গঠিত হবে। 

(2)যুক্ত রাষ্ট্রে যোগাযোগ করা বা না করা দেশীয় রাজ্য গুলির ইচ্ছাধীন। 

(3) গভর্নর জেনারেল রাজ প্রতিনিধি হিসেবে যুক্ত রাষ্ট্রের প্রধান পরিচালক হবেন। 

(4)ভারত সচীবের পদ বিলুপ্ত হবে। 

(5)কেন্দ্রে দুই কক্ষ ব্রিটিশ আইন সভা থাকবে। নিশকক্ষে  ব্রিটিশ ভারতে 250 জন প্রতিনিধি থাকবে। 

(6)মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা থাকবে। 



✍️প্রাদেশিক শায়ত্ব শাসন:-   

(1)প্রদেশিক সরকার নির্বাচিত আইন সভার কাছে দায়ী থাকবে। 

(2)প্রদেশের সর্বোচ্চ ক্ষমতা থাকবে প্রাদেশিক গভর্নরের হাতে, তাকে সাহায্য করবে একটি মন্ত্রীসভা। 

(3)গভর্নর জেনারেল ও প্রদেশিক গভর্নরকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে। 

(4)আইন সভা গুলি কার্যকালের মেয়াদ 5 বছর। 

(5)পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়িত হবে।



✍️ভারত শাসন আইনের গুরুত্ব

1935 সালে ভারত শাসন আইন ভারতীয়দের আশাহত করে। কারণ এই আইনে ভারতে জাতীয় স্বার্থ বিঘ্ন হয়। তা সত্ত্বেও পরাধীন ও স্বাধীন ভারতের রাজনীতিতে এর প্রভাব ছিল অপরিসীম । যথা-


👉দায়িত্ব শীল:-   এই শাসন আইনের দ্বারা ভারতে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। 1937 সালে নির্বাচনে এর পরিচয় পাওয়া যায়।


👉প্রথম নির্বাচন:- 1937 সালে পরাধীন ভারতে প্রথম নির্বাচিত প্রতিষ্ঠিত হয়। এই নির্বাচনে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ সহ ভারতে অন্যান্য রাজনৈতিক দল গুলি অংশগ্রহণ করে। 


👉সংসদীয় গণতন্ত্র:-   এই নির্বাচনের মধ্যে দিয়ে সংসদীয় গণতন্ত্রে ভারতে প্রথম পথ মালা শুরু হয়। 


👉যুক্তরাষ্ট্রীয় শাসন:-   এই আইন দ্বারা ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামোর ভিত্তি প্রতিষ্ঠিত হয়। 


👉কংগ্রেসের ভীত মজবুত:-   এই আইনের হাত ধরে ভারতীয় রাজনীতিতে তথা সংশোধীয় গণতন্ত্রে জাতীয় কংগ্রেসের ভীত মজবুত হয়। কারন 1937 সালে নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেস ভারতের সাতটি প্রদেশ প্রতক্ষ ও পরোশ ভাবে প্রাদেশিক সরকার গড়ে তোলে। 



✍️মূল্যায়ণ

সবদিক বিচার করে বলা যায় যে, 1935 সালে ভারত শাসন আইন দেশবাসীকে ক্ষমতা দেওয়ার চেয়ে ক্ষমতা নিয়ন্ত্রনের অধিকার বেশি দিয়েছিল। তাই স্বাধীন ভারতে প্রথম প্রধান মন্ত্রী "জহরলাল নেহরু" এই আইনের একটি মোটর গাড়ির সঙ্গে তুলনা করে বলেছেন, "A machine with strong brake and no Engine".

............. সমাপ্তি...........


✍️লেখিকা পরিচিতি

নাম- Muntaha Yasmin
ইউনিভার্সিটি - University of gour banga


👉 তথ্যসূত্র

  1. সুমিত সরকার, "আধুনিক ভারত"
  2. শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
  3. Ishita Banerjee-Dube, "A History of Modern India".
      ✍️সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন🙏।
                    .......................................


      নবীনতর পূর্বতন
      👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
      
          
        
        👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
      
          👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
        
      
      
        
      
         
        
        
          👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
      
      
          👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
      
      
      
      
          
        
      
        
      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

      
      

      টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


       


       




      
      

      👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

      
      
      

      👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

      👉ক্লিক করুন 🌐