পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ| WB Bank Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন একটি কর্মসংস্থানের সুযোগ। সাম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে বন্ধন।


ব্যাংকের তরফে পার্মানেন্টলি ভাবে ব্যাংকের স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য অবশ্যই এটি বিশাল বড় একটি সুখবর। এখানে মূলত ব্যাংকিং স্টাফ তথার ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন প্রান্তের বাসিন্দারাই এখানে আবেদন করার সুযোগ পাবেন ও চাকরি করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।


পদের নাম: পশ্চিমবঙ্গের স্বনামধন্য  বন্ধন 

 ব্যাংকের তরফে এখানে যে পদের জন্য মূলত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর।


বেতন: 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে ১৪,৫০০/- টাকা থেকে ২২,৮০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


বয়স: 

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ১৮ বছরের বেশি।


শিক্ষাগত যোগ্যতা: 

এখানে চাকরি করতে গেলে চাকরিপ্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অবশ্যই গ্রাজুয়েশন পাস। অর্থাৎ যারা স্নাতক পাস করে চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এছাড়াও চাকরিপ্রার্থীর কম্পিউটারের নলেজ থাকতে হবে।


আবেদন পদ্ধতি 

আপনি নিচের দেওয়া নাম্বারের ফোন করে বা নিচের দেওয়া মেইল আইডিতে বায়োডাটা পাঠাতে পারেন
মেইল আইডি - info.bandhancorporate@gmail.com

ফোন নাম্বার -  9051761081


নিয়োগ পদ্ধতি: 

এখানে চাকরি পাওয়ার সবথেকে বড় সুখবর হলো চাকরিপ্রার্থীদের এখানে আগে থেকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ইন্টারভিউয়ে সিলেকশন হলেই চাকরি-প্রার্থীদের সরাসরি  কাজে নিযুক্ত করা হবে।

নবীনতর পূর্বতন
👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️

    
  
  👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   

    👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
  


  

   
  
  
    👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️

    👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 


    
  

  

টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


 


 





👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️



👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

👉ক্লিক করুন 🌐