চৌথ এবং সরদেশমুখী কি

জমির রাজস্ব ছাড়া শিবাজীর প্রতিবেশী অঞ্চল মুঘল অধিকৃত এবং বিজাপুরের কয়েকটি পরগনা থেকে 'চৌথ' ও 'সারদেশমুখী' নামে দুই প্রকার কর আদায় করতেন। 

শিবাজী


চৌথ - "চৌথ  ছিল রাজস্বের এক চতুরাংশ" এবং সারদেশ মুখি - "সারদেশ মুখি ছিল রাজস্বের একদশাংশ"। 


রানাডের মতে, অন্য কোন তৃতীয় শক্তির আক্রমণ থেকে রক্ষার বিনিময়ে প্রতিবেশী অঞ্চল থেকে এই কর আদায় করা হতো। কিন্তু ঐতিহাসিক যোদুনাথ সরকারের মতে, প্রতিবেশী অঞ্চলগুলিকে মারাঠা সেনার লুণ্ঠন ও অত্যাচার থেকেই রক্ষা পাওয়ার জন্য চৌথ দিতে হতো। 


অপর কর সারদেশমুখী হিসাবে এই কর দাবি করতেন। অন্যান্য রাজ্য থেকে সারদেশমুখী আদায় করা হলেও সেই সকল রাজ্যের সার্বভৌম ক্ষমতা অক্ষুন্ন হতো না। অধ্যাপক যদুনাথ সরকার, "চৌথ" ও "সারদেশমুখী" উভয় করকেই এক রকমের নিস্কৃতি কর বলে মনে করেন। তার মতে এই দুই ধরনের কর যে অঞ্চল থেকে আদায় করা হতো সেই অঞ্চল মারাঠা আক্রমণ থেকে রেহায় পেত।

............ সমাপ্তি...........


✍️লেখিকা পরিচিতি

Muntaha Yasmin
নাম- Muntaha Yasmin
ইউনিভার্সিটি - University of gour banga


📖তথ্যসূত্র

  1. Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India".
  2. Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".

    📖সম্পর্কিত বিষয়

    সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।

           ------------🙏---------------


    নবীনতর পূর্বতন
    👉 আমাদের WhatsApp Group- ক্লিক করুন 🙋‍♂️
    
        
      
      👉 আমাদের WhatsApp Channel- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
    
        👉 আমাদের Facebook Group- ক্লিক করুন 🙋‍♂️
      
    
    
      
    
       
      
      
        👉 আমাদের Facebook Page-ক্লিক করুন 🙋‍♂️
    
    
        👉আমাদের YouTube চ্যানেল - সাবস্ক্রাইব করুন 👍 
    
    
    
    
        
      
    
      
    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য

    
    

    টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য


     


     




    
    

    👉নীচের ভিডিওটি ক্লিক করে জেনে নিন আমাদের ওয়েবসাইটের ইতিহাস এবং বিভিন্ন চাকুরী সম্পর্কিত পরিসেবাগুলি 📽️

    
    
    

    👉 জেনে আপনি আমাদের প্রয়োজনীয় পরিসেবা 📖

    👉ক্লিক করুন 🌐