1906 সালের ডিসেম্বরে সারা ভারত মুসলিম লিগ প্রতিষ্ঠা করেন। বড় বড় জমিদার ও প্রাক্তন আমলাদের একটি গোষ্ঠি এবং ঢাকার নবাব সলিমউল্লাহ, নবাব মোহসিন-উল-মুলক ও আগা খাঁ-র মতো উচ্ছবৃত শ্রেনির মুসলিমরা।
Source - click here |
✍️লক্ষ ও উদ্দেশ্য :-
👉(i) ব্রিটিশ সরকারের প্রতি ভারতে মুসলমানদের অনুগত সুনিশ্চিত করা।
👉(ii) ভারতীয় মুসলমানদের রাজনৈতিক স্বার্থ ও অধিকারগুলি সংরক্ষণ ও সম্প্রসারন।
👉(iii) লিগের অনান্য উদ্দেশ্য ও লক্ষ্য বিঘ্নিত না করে অন্য ধর্মীয় সম্প্রদায়গুলির প্রতি সদভাব ও সম্প্রতি বজায় রাখা।
✍️ব্রিটিশ সরকারের অনুগত সম্প্রদায়িক ও রক্ষনশীল ও রাজনৈতিক সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত এই লিগ বঙ্গভঙ্গের সমর্থন করেছিল। তুলেছিল স্বতন্ত্র মুসলমান স্বার্থের শ্লোগান। তুলেছিল স্বতন্ত্রক নির্বাচক মন্ডলীর এবং সরকারী চাকরিতে মুসলমানদের জন্য আসন সংরক্ষনের দাবী। এর আগে সৈয়দ আহমেদ ও তার অনুগামিরা সাম্প্রদায়িক রাজনীতি ও মতাদর্শের মূল ধারাগুলি স্পষ্ট ভাবে তুলে ধরে ছিলেন। মুসলিম লিগ সেইগুলি পুন্য ঘোষনা করেছিল এই প্রসঙ্গে বিনচন্দ্র বলেছেন - "মুসলিম লিগের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে উদীয়মান বুদ্ধিজীবির যাতে কংগ্রেসে যোগদান না করে সেটা দেখা এবং এর কাজ কর্ম পরিচালিত হয়েছিল জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে উপনিবেশিক সরবের বিরুদ্ধে নয়।
............. সমাপ্তি...........
✍️লেখিকা পরিচিতি
👉 তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
✍️সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন🙏।