বাংলার ইতিহাসে ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহন করেছিল। বয়কট বা বিদেশী দ্রব্য বর্জন স্বদেশী দ্রব্য ব্যবহার এই দুটি ছিল স্বদেশী আন্দোলনের প্রধান অবিচ্ছেদ্য কর্মসূচি।
এই আন্দোলনে শিক্ষিত মানুষ হতে সাধারন মানুষ, নারী সমাজে বিশেষ ভূমিকা পালন করেছিল। এছাড়াও বাংলা সাহিত্যে ও পত্র পত্রিকার বিকাশ এই আন্দোলনকে আরও তরান্বিত করেছিল । বৃষ্ণুকুমার মিত্র সম্পাদিত ' সঙ্গজীবনী' সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের সম্পাদিত 'বেঙ্গলি', ভুপেন্দ্রনাথ দত্ত সম্পাদিত 'যুগান্তর', অরবিন্দ ঘোষের 'বঙ্গদর্শন' পত্রিকার ভূমিকা বিশেষ স্মরনীয় । এই আন্দোলনের প্রথম থেকে প্রকাশিত বাংলা পত্র পত্রিকার সক্রিয় ভূমিকা ছিল । মনমোহন সিংহ থেকে প্রকাশিত 'চারুমিহির' এবং বরিশাল থেকে প্রকাশিত 'বরিশাল হূতৈর্ষী ' সরকারী দমননীতির কবলে পড়েছিল ।
সংবাদ পত্র বাংলা সাহিত্যের বলিষ্ঠ ও নির্ভিক ভূমিকায় ব্রিটিশ সরকার বিশেষভাবে বিচলিত হয়ে পড়েন। বন্দেমাতরম রক্ষা, যুগান্তর এই তিনটি পত্রিকার প্রকাশন বন্ধ করে দিয়েছিলেন ব্রিটিশ সরকার।
............. সমাপ্তি...........
✍️লেখিকা পরিচিতি
👉 তথ্যসূত্র
- সুমিত সরকার, "আধুনিক ভারত"
- শেখর বন্দ্যোপাধ্যায়, "পলাশি থেকে পার্টিশন"
- Ishita Banerjee-Dube, "A History of Modern India".
✍️সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন🙏।