সমস্ত শ্রেণীর জনসাধারণ নির্দিষ্ট রীতিনীতি মেনে চলত মুঘল যুগে। হিন্দু ও মুসলমান উভয়ই সম্প্রদায়ের মানুষ মোগল যুগে নানা ধরনের উৎসবের আয়োজন করত। মুঘল যুগে সামাজিক আচার-আচরণে পোশাক আশাক আলাদা আলাদা ছিল। তাছাড়া তাদের পেশাও আলাদা আলাদা ছিল। মুঘল যুগের সামাজিক আচার-আচরণ সমস্ত জনসাধারণ শ্রেণীর নির্দিষ্ট রীতিনীতি গুলি বিশেষ ভূমিকায় পালন করতো।
✍️মুঘল যুগে সামাজিক আচার-আচরণ গুলি নিচে আলোচনা করা হলো
👉মুঘল যুগের পোশাক :- সিল্ক বা তুলার তৈরি পোশাক মুঘল যুগের অভিজাত শ্রেণীরা ব্যবহার করত। মুঘল যুগে অভিজাত শ্রেণীর উল্লেখযোগ্য পোশাকগুলি হলো - হালকা পাজামা, টুপি, লম্বা কোট ইত্যাদি। ধুতি ব্যবহার করত মোগল যুগের অভিজাত শ্রেণীর গরিব হিন্দু সম্প্রদায়েরা এবং পাজামা ও পাঞ্জাবি ব্যবহার করত মোগল যুগের অভিযান শ্রেণীর মুসলমানগন। মুঘল যুগের অভিজাত শ্রেণীর হিন্দু মেয়েরা শাড়ি পরত এবং মুঘল যুগের অভিজাত শ্রেণীর মুসলিম মেয়েরা ঘাগড়া পরত।
👉মুঘল যুগের প্রসাধন :- নানা ধরনের প্রসাধন সামগ্রী হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের নর নারী পুরুষগনেরা ব্যবহার করত। মুঘল যুগের মুসলিম সম্প্রদায়ের নারী ও পুরুষগণ চোখে সুরমা পরতো মেয়েরা হাতে পায়ে মেহেন্দিরও নকশা আসতো এবং মুঘল যুগের হিন্দু সম্প্রদায়ের বিবাহিত নারীরা মাথায় সিঁদুর পরতো এবং দুই হাত ভরে চুরি ও পায়ে তোড়া পরতো।
👉বিনোদন :- নানা ধরনের খেলাধুলার প্রচলন ছিল মুঘল যুগে বিনোদন হিসেবে। উদাহরণস্বরূপ - তাস, শিকার, পাশা, পোলো, শতরঞ্জ ইত্যাদি। তাছাড়াও মম্যাজিক, মেলা, অশ্বারোহন ইত্যাদি সাধারণ মানুষ ও উপভোগ করতেন।
👉উৎসব :- নানা উৎসবের আয়োজন করতো মোগল যুগের হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের জনগণেরা। উদাহরণস্বরূপ - মুসলমান ধর্মের জনগণরা শবে বরাত, ঈদ, মহরম, ইত্যাদি এবং হিন্দু ধর্মের জনগণেরা দীপাবলি, বসন্ত উৎসব, দশেরা, বিভিন্ন পূজা ইত্যাদি। এইসব ছাড়া সরকারি উৎসব ও জাতীয় উৎসবও কিছু কিছু ছিল।
✍️মূল্যায়ন
পরিশেষে বলা যায় যে, মুঘল যুগের অভিজাত শ্রেণীর মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের জনগণদের বিভিন্ন মেলা, উৎসব, জামা - কাপড়, খেলাধুলা, ম্যাজিক ইত্যাদি বিভিন্ন ভেদাভেদ ছিল। মুঘল যুগের হিন্দু মুসলমান উভয় শ্রেণীর জনসাধারণ লোকেরা নির্দিষ্ট রীতি নীতি মেনে চলত।
............ সমাপ্তি...........
✍️লেখিকা পরিচিতি
📖তথ্যসূত্র
- Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India".
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
📖সম্পর্কিত বিষয়
- আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার (আরো পড়ুন)।
- দিল্লির সুলতানি রাষ্ট্রকে কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায় (আরো পড়ুন)।
- মুঘল আমলে বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা (আরো পড়ুন)।
- 1707 থেকে 1740 সালের মধ্যে মুঘল রাজ দরবারে বিভিন্ন দলগুলির উন্নতি এবং তাদের রাজনীতি (আরো পড়ুন)।
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)।
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
------------🙏---------------