মুঘল সম্রাট জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর পত্নী যাকে মুঘল সম্রাট জাহাঙ্গীর অন্ধ বিশ্বাস ও অন্ধ প্রেম করতেন সেই অন্ধ বিশ্বাস ও অন্ধ প্রেমের সুযোগ নিয়ে মুঘল সম্রাজ্ঞী উচ্চাকাঙ্ক্ষী নুরজাহান একটি গোষ্ঠীর গড়ে তোলে তার নিকট ষড়যন্ত্র নিয়ে, যা ইতিহাসে নুরজাহান চক্র নামে পরিচিত।
নুরজাহানের এক প্রতিকৃতি ছবির, source- click here |
👉নুরজাহান চক্রের সদস্যবৃন্দ
মুঘল সম্রাট জাহাঙ্গীরের উচ্চাকাঙ্ক্ষী স্ত্রী নুরজাহান তাঁর পিতা মীর্জা গিয়াস, ভ্রাতা আসফ খাঁ, ও ঈদমৎ খা যুবরাজ খুররম বা শাহজাহান প্রমুখদের নিয়ে এবং তাদের নেতৃত্বাধীনে নিয়ে এই নুরজাহান চক্র করেছিলেন।
👉নুরজাহান চক্রের রাজনৈতিক কর্তৃত্ব
আমোদ প্রমোদ মদ্যপান বিলাসিতায় মুঘল সম্রাট জাহাঙ্গীর গা ভাসিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতার সুযোগ নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সম্রাজ্ঞী নুরজাহান বেগম মুঘল প্রশাসনে ও রাজনীতিতে অংশগ্রহণ করে এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় নুরজাহান চক্র।
👉নুরজাহান চক্রের সদস্যদের উচ্চপদ লাভ
মীর্জা গিয়াস, ভ্রাতা আসফ খাঁ, ও ঈদমৎ খা যুবরাজ খুররম নুরজাহান চক্রের সদস্যগণ মুঘল দরবারের উচ্চপদ লাভ করেন। সম্রাটের ওয়াজির বা প্রধানমন্ত্রীর পদ লাভ করেন আসফ খা। আত্মপ্রকাশ করেন নুরজাহান নিজেকে সিংহাসনের চালিকাশক্তি হিসেবে।
👉খুররমের চক্রত্যাগ
মুঘল সম্রাট জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ার সঙ্গে নুরজাহান তার প্রথম পক্ষের কন্যা লাডলি বেগমকে বিবাহ দিয়ে শাহরিয়ারকে দিল্লির রাজ সিংহাসনে বসানোর পরিকল্পনা করেন। ফলস্বরূপ এই চক্র ছেড়ে বেরিয়ে যান ক্ষুব্ধ খুররম।
✍️উপসংহার
পরিশেষে বলা যায় যে, খুররম দিল্লির সিংহাসনে বসেন নুরজাহানকে ক্ষমতাচ্যুত ও পিতা জাহাঙ্গীরকে বন্দী করে। ফলস্বরূপ নুরজাহানের রাজনৈতিক জীবনের এবং নুরজাহান চক্রের সমাপ্তি ঘটে।
............ সমাপ্তি...........
✍️লেখিকা পরিচিতি
📖তথ্যসূত্র
- Poonam Dalal Dahiya, "Ancient and Medieval India".
- Upinder Singh, "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century".
📖সম্পর্কিত বিষয়
- আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার (আরো পড়ুন)।
- দিল্লির সুলতানি রাষ্ট্রকে কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায় (আরো পড়ুন)।
- মুঘল আমলে বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা (আরো পড়ুন)।
- 1707 থেকে 1740 সালের মধ্যে মুঘল রাজ দরবারে বিভিন্ন দলগুলির উন্নতি এবং তাদের রাজনীতি (আরো পড়ুন)।
- মুঘল আমলে সেচ ব্যবস্থা (আরো পড়ুন)।
সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগলো। আপনার যদি এই পোস্টটি সম্বন্ধে কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করে অপরকে জানতে সাহায্য করুন।
------------🙏---------------